X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

২০ দিনে স্টেডিয়ামকে করোনা হাসপাতাল বানালো আসাম

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৯:১৫আপডেট : ১০ জুন ২০২১, ১৯:১৫
image

ফুটবল স্টেডিয়াম থেকে বানানো তিনশ’ শয্যার একটি করোনা হাসপাতাল উদ্বোধন করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়াম কমপ্লেক্সে এই হাসপাতাল উদ্বোধন করা হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সহায়তায় মাত্র ২০ দিনে ২১ কোটি ৪৬ লাখ রুপি ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত এপ্রিল-মে মাসে প্রাণঘাতী সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো ভারত। কয়েকটি রাজ্য সংক্রমণের চক্র ভাঙতে লকডাউন, কারফিউ আরোপের পর সম্প্রতি আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার নতুন করোনা হাসপাতাল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমরা পুরো রাজ্যে কোভিড-১৯ রোগীদের সেবা দেওয়ার জন্য ৩০৯টি আইসিইউ শয্যা এবং দুই হাজার ৬৮৪টি অক্সিজেন শয্যা স্থাপন করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘আগাম পরিকল্পনার কারণে আমরা আমাদের রোগীদের অক্সিজেন সহায়তা পুরণের পাশাপাশি প্রতিবেশি রাজ্যগুলোর পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দিতে পেরেছি।’

করোনা হাসপাতালে রুপান্তরিত হওয়া সারুসাজাই স্টেডিয়ামটি ২০০৭ সালে ন্যাশনাল গেমস উপলক্ষে নির্মাণ করা হয়। পরে এটি ফুটবল স্টেডিয়া বানানো হয়। এর একটি অংশকে এখন করোনা হাসপাতালে বদলে ফেলা হয়েছে। গত বছরের জুনে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসামে যাওয়া মানুষদের পরীক্ষা এবং বিচ্ছিন্ন রাখার প্রয়োজনে সারুসাজাই স্টেডিয়ামকে কোভিড কেয়ার অ্যান্ড কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়।

ফুটবল স্টেডিয়ামের তিন হাজার দুইশ’ বর্গমিটার এলাকায় করোনা হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে জেনারেল বেডে দুইশ’টি অক্সিজেন শয্যা এবং একশ’টি আইসিইউ শয্যা রয়েছে। এছাড়া এতে এক্স-রে রুম, ফার্মাসি, আল্ট্রাসাউন্ড, ইসিজি রুম এবং ল্যাবরেটরি রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আসামে চার লাখের বেশি মানুষ আক্রান্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যটিতে করোনায় তিন হাজার ৭৯৩ জনের মৃত্যু হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের মননের চমক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
সর্বশেষ খবর
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি