X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সম্মেলনের আগে পুতিনকে হুমকি দিলেন বাইডেন

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ২১:২৭আপডেট : ১০ জুন ২০২১, ২২:০৪
image

আগামী সপ্তাহে জেনেভায় প্রথম বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, অন্য গণতান্ত্রিক দেশগুলোকে রাশিয়া ভয় দেখালে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলন শেষে আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়েছে, দুই নেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ, রাশিয়ার সাইবার-হ্যাকিং কার্যক্রম এবং রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাবন্দি রাখার মতো বিষয়ও আলোচনায় স্থান পাবে।

জি-৭ সম্মেলনে যোগ দিতে বুধবার যুক্তরাজ্যের মিলডেনহলের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না... আমরা চাই একটি স্থিতিশীল ও অনুমানযোগ্য সম্পর্ক।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমার অবস্থান পরিষ্কার: রুশ সরকার ক্ষতিকর কার্যক্রমে যুক্ত হলে যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ উপায়ে প্রতিক্রিয়া জানাবে। আমরা ইতোমধ্যে তার প্রতিফলন ঘটিয়েছি। আমরা বলে দিতে চলেছি যে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য কোনও জায়গায় গণতন্ত্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা হলে পরিণাম ভোগ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, জি-৭ সম্মেলনের পর ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জো বাইডেন বলেন, ‘আমাদের গণতান্ত্রিক সহযোগীদের সঙ্গে বৈঠকের পর একটি সাধারণ এজেন্ডা নিয়ে আমি জেনেভায় যাবো সেই মানুষের সঙ্গে বৈঠক করতে, যার সঙ্গে আগেও আমি সময় কাটিয়েছি।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ