X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

৭ ঘণ্টার আগুনে চার গুদামের সব পুড়ে শেষ

গাজীপুর প্রতিনিধি
১১ জুন ২০২১, ০৯:১৭আপডেট : ১১ জুন ২০২১, ০৯:১৭

গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর একটিসহ মোট সাতটি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অন্তত তিন জন আহত হয়েছেন। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ৯টায় টঙ্গীর মিলগেট অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভেতরে টিনশেডের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।

ঝুট ব্যবসায়ী সবুজ জানান, রাত ৯ টার দিকে হঠাৎ করে তার ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পাশের চারটি গুদামসহ পাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। বিকালে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট মালামাল সংরক্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে, দিনমজুরদের সিগারেটের আগুন কিংবা কয়েলের আগুন থেকে গুদামে আগুন লাগতে পারে। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, রাত ৯টায় হঠাৎ করেই নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভেতরে টিনশেডের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মোট সাতটি ইউনিট ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। সেখান থেকে মাঝেমধ্যেই আগুন জ্বলে উঠছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানাতে পারেননি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে