X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তুরস্ককে হারিয়ে ইউরোতে দারুণ শুরু ইতালির

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ০৩:১৪আপডেট : ১২ জুন ২০২১, ০৩:১৪

প্রথমার্ধে তুরস্কের আঁটসাঁট রক্ষণের কারণে ইতালি লক্ষ্যভেদ করতে পারেনি। কিন্তু বিরতির পর তাদের আর রোখা যায়নি। একের পর এক আক্রমণ অব্যাহত রেখে জয় পেয়েছে আজ্জুরিরা। তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে ইতালির শুরুটা হলো দুর্দান্ত।

ইউরো চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হতে পারেনি। এবার করোনা সামলে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা মাঠে গড়ালো। নেচে-গেয়ে-আতশবাশি পুড়িয়ে হলো এর উদ্বোধন। আর উদ্বোধনী ম্যাচে তো ‘এ’ গ্রুপে ইতালি নিজেদের মুন্সিয়ানা দেখালো। একচেটিয়া খেলে ম্যাচ জিতে নিয়েছে।

ইতালির খেলোয়াড়দের উল্লাস

১৯৬৮ সালের ইউরোতে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ২০০০ ও ২০১২ সালে হতে হয়েছে রানার্সআপ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ৭-এ। তুরস্ক ২৯ তম। র‌্যাংঙ্কিংয়ের মতো মাঠের পারফরম্যান্সেও ইতালি অনেক এগিয়ে। যদিও প্রথমার্ধে রবার্তোর মানচিনির দলকে গোল করতে দেয়নি তুরস্ক। গোল পোস্ট অক্ষত রেখেছে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শুক্রবার রাতে বল দখলে রেখে ১৭ মিনিটে ইতালি প্রথম আক্রমণে যায়। ইনসিনিয়ের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।২১ মিনিটে ইতালির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। পরের মিনিটে কর্নার থেকে কিয়েলিনির হেড গোলকিপার লাফিয়ে উঠে কোনোমতে রক্ষা করেন। ৩৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে ইমোবিলের শট দূরের পোস্ট দিয়ে যায়।

গোলশুন্য স্কোরলাইন রেখে বিরতির পর ইতালির ভাগ্য সুপ্রসন্ন। ৫৩ মিনিটে প্রথম গোল আসে। বেরার্দির ক্রসটি তুরস্কের মেরি ডেমিরাল ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন!

৫৭ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। লোকাতেল্লির বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাপিয়ে পড়ে রক্ষা করেন। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। স্পাইনোজোলার শট গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে ইমোবিলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।

৭৯ মিনিটে ৩-০। ইনসিনিয়ে ফাঁকায় থেকে বক্সের ভিতরে সহজেই লক্ষ্যভেদ করেছেন। এই নিয়ে রবার্তোর মানিচিনির দল টানা ২৮টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকলো।

/টিএ/এলকে/
সম্পর্কিত
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া