X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন ক্রেচিকোভা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১, ২২:৪২আপডেট : ১২ জুন ২০২১, ২২:৪২

এর আগে ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে শিরোপা জেতার রেকর্ড ছিল না দুই ফাইনালিস্টের কারও। দুজনের সামনেই তাই এবার নতুন চ্যালেঞ্জ ছিল- এককের ট্রফি জিতে স্মরণীয় হয়ে থাকা। তবে ফাইনালে শেষ হাসি হেসেছেন বারবোরা ক্রেচিকোভা। চেক রিপাবলিকের এই খেলোয়াড় হারিয়েছেন রাশিয়ার আনাস্তসিয়া পাভলোচেঙ্কোভাকে। আর এতেই প্রথম মেজর কোনও ট্রফি জিতে নিজের রেকর্ডবুক সমৃদ্ধ করে রাখলেন।

ফ্রেঞ্চ ওপেনে রোলাঁ গারোঁতে মেয়েদের এককে ট্রফি জেতার পথে ক্রেচিকোভা ৬-১,২-৬ ও ৬-৪ গেমে হারান পাভলোচেঙ্কোভাকে। ট্রফি জিতে নিজের স্বপ্ন পূরণের কথা বললেন ২৫ বছর বয়সী তারকা, ‘ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি আনাস্তসিয়াকে অভিনন্দন জানাচ্ছি। এরই মধ্যে সে অনেক ট্রফি জিতেছে। এবং অনেক অভিজ্ঞ। তবে এখন আমি তার জন্য দুঃখিত।’

টেনিস সার্কিটে আগের দুটি মেজর শিরোপা আছে ক্রেচিকোভার। কিন্তু এককে কখনও শেষ ষোলোর গণ্ডিই পেরোতে পারেননি। গ্র্যান্ড স্ল্যামের এককে এই নিয়ে পঞ্চমবারের মতো খেলছেন।

১২৫তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে সবাইকে চমকেই দিয়েছেন। অ্যাসলি বার্টি ও সেরেনা উইলিয়ামসদের মতো তারকারা এবার আগেই ছিটকে গেছেন।

এই পর্যন্ত আসার পেছনে নিজের পরিবারের সদস্যদের স্মরণ করলেন চেক রিপাবলিকের খেলোয়াড়, ‘এমন কিছু আমি স্বপ্ন দেখে আসছি। আমার পরিবারের সদস্য বিশেষ করে অভিভাবকদের ধন্যবাদ দিচ্ছি। তারা সবসময় আমাকে সাহস জুগিয়ে আসছে। প্রতিটি বল খেলার জন্য। এছাড়া আমার স্বপ্নকে সত্যি করতে সহযোগিতা করে আসছে।’

রাশিয়ার আনাস্তসিয়া পাভলোচেঙ্কোভা ফাইনালে হেরেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুল করেননি। সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি