X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনের প্রভাব মোকাবিলায় জি ৭’র বিশাল প্রকল্প

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ২৩:০৬আপডেট : ১২ জুন ২০২১, ২৩:০৬

উন্নত সাতটি দেশের গোষ্ঠী জি ৭ চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় পরিকল্পনা গ্রহণে একমত হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শত কোটি ডলারের বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রভাব ঠেকাতে শিল্পোন্নত এই সাতটি দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলো অবকাঠামো প্রকল্পের প্রস্তাব দেওয়া হবে। শনিবার দেশগুলোর নেতারা এই প্রস্তাবে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জি৭-এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে। সম্মেলনে এই গোষ্ঠীর পক্ষ থেকে গত ৪০ বছর ধরে চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্রগতির মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ ছিল।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য জি ৭ নেতারা আশা করছেন, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড (বি৩ডব্লিউ) নামের প্রকল্পটি ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর ৪০ ট্রিলিয়ন ডলারের প্রয়োজনীয়তায় সহযোগিতা করবে এবং অবকাঠামো উন্নয়নের স্বচ্ছ অংশীদারিত্ব নিশ্চিত করবে।

বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এটি শুধু চীনকে মোকাবিলা করা নয়। কিন্তু এর আগ পর্যন্ত আমরা কোনও ইতিবাচক বিকল্প হাজির করতে পারিনি যাতে আমাদের মূল্যবোধ, আমাদের মান ও আমাদের বাণিজ্যিক উপায় প্রতিফলিত হবে।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, জি৭ ও তাদের মিত্ররা জলবায়ু, স্বাস্থ্য ও স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, লিঙ্গ সমতার মতো খাতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগকে কাজে লাগাবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে বি৩ডব্লিউ প্রকল্পে কেমন তহবিল বরাদ্দ দেওয়া হবে তা জানা যায়নি।

২০১৩ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)গ্রহণ করেন শি জিনপিং। এতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এশিয়া থেকে ইউরোপজুড়ে বিস্তৃত। শতাধিক দেশ রেলপথ, বন্দর, মহাসড়ক ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়