X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে ২৪২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১০:১৯আপডেট : ১৩ জুন ২০২১, ১০:১৯

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরায় শুক্রবার (১১) একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। তবে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেই ২৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ১২৮ জনের। জেলায় করোনা শনাক্তের প্রথম দিন থেকে ১২ জুন ২০২১ পর্যন্ত গড় শনাক্ত ছিল ২৩ দশমিক ৪৬ শতাংশ। এদিকে জেলায় করোনায় ৫১ জনের মৃত্যুর তথ্য জানানো হলেও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেই ২৪২ জন মারা গেছেন।

এদিকে জেলায় একদিনে করোনা শনাক্তের হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। শনিবার (১২ জুন) রাতে জানানো হয় ৮১টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। একদিনে শনাক্তের এই হার জেলায় সর্বোচ্চ। জুন মাসের ১, ৪ এবং ১১ তারিখে সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ছিল ৫০ শতাংশের নিচে। এছাড়া অন্যান্য দিনে শনাক্ত ছিল ৫০ শতাংশের বেশি। এরআগে, ১১ জুনের তথ্য অনুযায়ী জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়।

ডা. জয়ন্ত সরকার আরও জানান, চলতি মাসের ১২ দিনে সাতক্ষীরায় এক হাজার ৫০৭ টি নমুনা পরীক্ষায় ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়। ১২ দিনে শনাক্তের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে গত মে মাসে জেলায় এক হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১০ শতাংশের বেশি সংক্রমণ হার থাকা জেলাগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে। আর ৫-৯ শতাংশ হার থাকা জেলাগুলোকে মাঝারি ঝুঁকিপূর্ণ ও ৫ শতাংশের নিচের জেলাকে স্বল্প ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত করছে। এমন ঝুঁকিপূর্ণ ৩৬টি জেলা চিহ্নিত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩০
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!