X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে ২৪২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১০:১৯আপডেট : ১৩ জুন ২০২১, ১০:১৯

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরায় শুক্রবার (১১) একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। তবে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেই ২৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ১২৮ জনের। জেলায় করোনা শনাক্তের প্রথম দিন থেকে ১২ জুন ২০২১ পর্যন্ত গড় শনাক্ত ছিল ২৩ দশমিক ৪৬ শতাংশ। এদিকে জেলায় করোনায় ৫১ জনের মৃত্যুর তথ্য জানানো হলেও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেই ২৪২ জন মারা গেছেন।

এদিকে জেলায় একদিনে করোনা শনাক্তের হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। শনিবার (১২ জুন) রাতে জানানো হয় ৮১টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। একদিনে শনাক্তের এই হার জেলায় সর্বোচ্চ। জুন মাসের ১, ৪ এবং ১১ তারিখে সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ছিল ৫০ শতাংশের নিচে। এছাড়া অন্যান্য দিনে শনাক্ত ছিল ৫০ শতাংশের বেশি। এরআগে, ১১ জুনের তথ্য অনুযায়ী জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়।

ডা. জয়ন্ত সরকার আরও জানান, চলতি মাসের ১২ দিনে সাতক্ষীরায় এক হাজার ৫০৭ টি নমুনা পরীক্ষায় ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়। ১২ দিনে শনাক্তের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে গত মে মাসে জেলায় এক হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৩০৫ জনের করোনা শনাক্ত হয়। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১০ শতাংশের বেশি সংক্রমণ হার থাকা জেলাগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে। আর ৫-৯ শতাংশ হার থাকা জেলাগুলোকে মাঝারি ঝুঁকিপূর্ণ ও ৫ শতাংশের নিচের জেলাকে স্বল্প ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত করছে। এমন ঝুঁকিপূর্ণ ৩৬টি জেলা চিহ্নিত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী