X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

লকডাউনেও চলবে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সশরীরে পরীক্ষা

হাবিপ্রবি প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৮:৪৬আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:৪৭

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামী সাতদিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। তবে এই লকডাউন চলাকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পূর্ব ঘোষিত সকল পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান, দিনাজপুরে আগের যে কোনও সময়ের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং সদর উপজেলায় লকডাউনও ঘোষণা করা হয়েছে। তবে তারপরও বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত এবং চলমান সকল পরীক্ষা গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে, স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সর্বদা মাস্ক পরিধান করে।
এরপরও কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে সে পরবর্তীতে শর্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে বলেও জানান তিনি।

তবে লকডাউনে যে সব শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ১০ কিলোমিটার দূরে দিনাজপুর শহরে অবস্থান করছেন তারা কীভাবে ক্যাম্পাসে আসবে এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, তাদের জন্য আমরা পরিবহন সুবিধা সেবা চালু করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শিডিউল অনুযায়ী ক্যাম্পাস থেকে শহরে যাতায়াত করবে এবং লকডাউনের আওতামুক্ত থাকবে। এ ব্যাপারে আমরা দিনাজপুর জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেছি।

এদিকে গতকাল (রবিবার) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় নেওয়া সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউন চলাকালে মঙ্গলবার সকাল ৬টা থেকে সদর উপজেলায় কোনও ধরনের যানবাহন চলাচল করবে না, বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধু ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শহরে শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে।

 

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন