X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনের জবাবের অপেক্ষায় সরকার

শেখ শাহরিয়ার জামান
১৪ জুন ২০২১, ২০:৫৩আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:৫০

কোভিশিল্ডের টিকার মজুত রয়েছে মাত্র এক লাখ ২৬ হাজার। এর সঙ্গে যোগ হবে চীন থেকে রবিবার (১৩ জুন) উপহার হিসাবে পাওয়া ছয় লাখ টিকা ও গত মাসের পাঁচ লাখ টিকার অবশিষ্টাংশ। এ প্রেক্ষাপটে গত কয়েক মাস পরিশ্রম করে চীনের সিনোফার্মা কোম্পানির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা ক্রয় করার চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ। ক্রয় সম্পন্ন করার জন্য তিনটি ডকুমেন্টের সবগুলো সই করে পাঠিয়ে দেওয়া হয়েছে কোম্পানির কাছে। এখন তাদের জবাবের অপেক্ষায় সরকার।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, সিনোফার্মার সঙ্গে যে যোগাযোগ হয়েছিল এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বল ইজ নাউ ইন দেয়ার কোর্ট। তাদের অপেক্ষায় আছি আমরা।

এদিকে চীনের আরেকটি কোম্পানি সিনোভ্যাকের সঙ্গেও আলোচনা শুরু করেছে সরকার। তবে এই আলোচনা কবে নাগাদ শেষ হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়।

পররাষ্ট্র সচিব বলেন, সিনোভ্যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়ে গেছে। আমরাও তাদের অনুমোদন দিয়েছি। এখন আলোচনা করতে কোনও সমস্যা নেই।

রাশিয়ার স্পুটনিক-এর বিষয়ে কয়েক দফা ডকুমেন্ট আদান-প্রদান হয়েছে এবং শিগগিরই চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব। এছাড়া ভারতের সেরাম থেকে টিকা এ বছরের শেষ নাগাদ আসবে বলে ধারণা করেন তিনি।

উল্লেখ্য, গত বছর ভারতের সেরামের সঙ্গে তিন কোটি ডোজ টিকা ক্রয়ের জন্য ত্রিপক্ষীয় চুক্তি হয়। জুনের মধ্যে সব টিকা পরিশোধের কথা থাকলেও মার্চে টিকা রফতানি বন্ধ করে দেয় ভারত। পর্যাপ্ত টিকা না থাকায় দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। ইতোমধ্যে যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো অ্যাস্ট্রাজেনেকার টিকাও হাতে নেই।

পরবর্তীতে সরকার চীন ও রাশিয়ার কোম্পানিদের সঙ্গে টিকা সংগ্রহের জন্য আলোচনা শুরু করে। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্যসহ সব দেশকে টিকা সরবরাহের জন্য অনুরোধ করে। এছাড়া কোভ্যাক্স থেকে এক কোটি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ায় প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!