X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নেইমার ভালো থাকলে ভালো কিছু হয়: ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ২৩:৪৩আপডেট : ১৪ জুন ২০২১, ২৩:৪৩

গোল করছেন, গোল করাচ্ছেন। দলে এমন একজন খেলোয়াড়ের উপস্থিতি যেকোনও কোচকে বাড়তি স্বস্তিতে রাখবে। ব্রাজিল কোচ তিতের তেমন খেলোয়াড় হলেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের ‍পারফরম্যান্সে দিকে তিনি কতটা তাকিয়ে থাকেন, তার প্রমাণ তিতের এই কথায়- নেইমার ভালো থাকলে ভালো কিছু হয়।

ব্রাজিল ফরোয়ার্ড নিজে যেমন গোল করছেন, তেমনি সুযোগ তৈরি করছেন সতীর্থদের। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে যার ছাপ পড়লো স্পষ্ট। তার চমৎকার পারফরম্যান্সে ব্রাজিল ৩-০ গোলে জিতে শুরু করেছে কোপা অভিযান।

ভেনেজুয়েলা ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছেন নেইমার। পেনাল্টি থেকে গোল করলেও সুযোগ তৈরি করেছেন অনেক। পরিসংখ্যান বলছে, ২০২১ সালের কোপার প্রথম ম্যাচে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড সুযোগ তৈরি করেছেন সাতটি, যা তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর কোনও ব্রাজিল খেলোয়াড়ের সর্বোচ্চ।

দলের সেরা খেলোয়াড়ের দারুণ পারফরম্যান্স ছুঁয়ে গেছে ব্রাজিল কোচ তিতের মন। জয় দিয়ে কোপা শুরুর পর নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল কোচ, ‘নেইমার যখন শারীরিকভাবে ভালো থাকে ও মানসিকভাবে ঠিক থাকে, তখন সবকিছু ভালো হয়।’

সঙ্গে যোগ করলেন, ‘যখন আপনার দলে ওর মতো টেকনিক্যাল মানের খেলোয়াড় থাকবে, তখন আপনি একই সঙ্গে অ্যাসিস্ট, ডান পায়ে ও বাঁয়ে সমান পারদর্শীসম্পন্ন খেলোয়াড় পাবেন। ও আসলে অপ্রত্যাশিত এক খেলোয়াড়, বোঝা কঠিন।’

ক্যারিয়ারের শুরুর দিকে পেলের ছায়া খোঁজা হতো নেইমারের মাঝে। তাছাড়া ব্রাজিলের আরও কিংবদন্তির সঙ্গে প্রায়ই তুলনায় দাঁড় করানো হয় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে। যদিও এই তুলনায় আপত্তি তিতের, ‘নেইমার অসাধারণ এক খেলোয়াড়, আগে আমরা যেমনটা পেয়েছি রোনালদো ও রোমারিও কাছ থেকে। তবে সময় ও মঞ্চ ভিন্ন, তাই তাদের তুলনায় টানতে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে