X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তাসকিনের হাতে পাঁচটি সেলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৮:২৬আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:২৬

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব ভালো-খারাপ মিলিয়ে কেটেছে মোহামেডানের। বিতর্কিত কারণে বিসিবির তদন্তের মুখে যেমন পড়তে হয়েছে, তেমনি আবার সুপার লিগ নিশ্চিত করার তৃপ্তিও আছে। তবে সুপার লিগ শুরুর আগে বড় ধাক্কা খেলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব আল হাসান খেলবেন না, আগেই জানা গিয়েছিল, এবার চোটের কারণে মোহামেডান হারালো পেসার তাসকিন আহমেদকে।

হাতে আঘাত পেয়েছেন তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয়েছে তার হাতে। যে কারণে সুপার লিগ পর্বে আর খেলা হচ্ছে না এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছে মোডামেডান।

গত ১৬ জুন খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল মোহামেডান। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। আপাতত ৭ দিন মাঠে নামতে পারবেন না। সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না মোহামেডান। তাই সুপার লিগ শেষ হয়ে গেছে তাসকিনের।

মোডামেডনের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘খেলাঘরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। আপাতত ৭ দিন লাগবে সেরে উঠতে। তবে সেরে উঠলেও আমরা তাকে ঝুঁকি নেবো না।’

ঢাকা প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ খেলতে পেরেছেন ২৬ বছর বয়সী পেসার। দলের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট শিকার তার। সেরা বোলিং ১৫ রানে ৩ উইকেট।

তাসকিনকে হারিয়ে মোহামেডানের জন্য সুপার লিগ আরও কঠিন হয়ে গেলো। একদিন আগেই সাকিব জানিয়েছেন, তিনি সুপার লিগে খেলবে না। পরিবারকে সময় দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন বাঁহাতি অলরাউন্ডার।

/কেআর/
সম্পর্কিত
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
স্বপ্নের সাদা জার্সিতে ২৫ বছর
দিন শেষে বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক