X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাইকেল থেকে পড়ে গিয়ে নিজেই বানালেন সেল্ফ ব্যালেন্সিং বাইক

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ১২:০০আপডেট : ২০ জুন ২০২১, ১২:০০

সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন চীনা প্রকৌশলী ঝি হুই জুন। এতে তিনি মুখে সামান্য আঘাত পান। তবে পড়ে গিয়ে দমে যাননি। হাল ছেড়ে না দিয়ে কাজে নেমে পড়েন সেল্ফ ব্যালেন্সিং বাইক তৈরির লক্ষ্য নিয়ে। এমনভাবে তিনি এর ডিজাইন করেন যাতে এটি কেবল ভারসাম্যই রক্ষা করবে না; বরং অন্যান্য প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতেও সাহায্য করবে।

২০১৯ সালে বেইজিং সিংহুয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নির্মিত সেল্ফ ড্রাইভিং সাইকেল মুগ্ধ করেছিল তাকে। সাইকেল থেকে পড়ে যাওয়ার পর তাই নিজের জন্য সেল্ফ ব্যালেন্সিং সাইকেল তৈরিতে মনোযোগ দেন তিনি।

যেই ভাবা সেই কাজ। নিজের অবসর সময়ে, বেশিরভাগ সময় সাপ্তাহিক ছুটির দিনে এ কাজে সময় দিতে থাকেন তিনি। মাত্র চার মাসের ব্যবধানে তার এ চেষ্টায় সাফল্য আসে। ঝি হুই জুন একটি আকর্ষণীয় সেল্ফ ব্যালেন্সিং সাইকেল ডিজাইন ও তৈরি করতে সক্ষম হন।

সাইকেলের সূক্ষ্ম গতিবিধি পর্যালোচনা করে সেগুলো সংশোধনে সক্ষম অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপের একটি উন্নত সিস্টেম ব্যবহার করেছেন তিনি যাতে এটি কখনও কোনও একদিকে ঝুঁকতে না পারে। সাইকেল থেকে পড়ে গিয়ে নিজেই বানালেন সেল্ফ ব্যালেন্সিং বাইক

লিথিয়াম ব্যাটারি দ্বারা চালিত সাইকেলটি স্থির ও চলমান উভয় অবস্থাতেই তার ভারসাম্য বজায় রাখতে পারে। এমনকি হ্যান্ডেলবারগুলোর একটিতে একটি ইটের মতো ভারী বোঝাও এটির ভারসাম্য নষ্ট করতে পারবে না। কেননা, এটি দ্রুত ওজনের এ ধরনের পার্থক্য ব্যালেন্স করতে সক্ষম।

যে কোনও একক ব্যক্তি দ্বারা নির্মিত একটি সেল্ফ ব্যালেন্সিং বাইক দেখতে খুব আহামরি রকমের আকর্ষণীয় না হওয়াটাই স্বাভাবিক। তবে ঝি হুই জুনের সাইকেলটিতে একটি আরজিবি ডেপথ সেন্সিং ক্যামেরা এবং একটি লিডার সেন্সর রয়েছে যা এটিকে তার ট্রাজেক্টোরিতে শনাক্ত হওয়া বাধাগুলো এড়ানোর নির্দেশনা দেয়।

ঝি হুই জুন চায়না ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ২০১৮ সালে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি হুয়াওয়ের ইয়াং জিনিয়াস প্রোগ্রামের সঙ্গে যুক্ত হন। স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠান অপো-তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করেছেন তিনি।

ভিডিও: 

 

/এমপি/
সম্পর্কিত
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি