X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

এই দেশে সন্ত্রাসীদের কোনও স্থান নেই: নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২১, ১৫:১২আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:০৩

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা জনজীবনে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই দেশে সন্ত্রাসীদের কোনও স্থান নেই।

সম্প্রতি কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাস্থল চট্টগ্রামের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আবদুল লতিফ হাটখোলা এলাকায় ‘বড় মৌলভী বাড়ি’ কবরস্থান পরিদর্শনে গিয়ে মঙ্গলবার (২২ জুন) তিনি এ কথা বলেন।

নওফেল বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপরে হামলা করা হলে তা কখনও সহ্য করা হবে না। এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র হামলায় জড়িত যারা এখনও গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

কবরস্থান এলাকা পরিদর্শনকালে দুই ভাসমান ব্যবসায়ী সংঘর্ষের দিন তাদের জিনিসপত্র লুটপাটের কথা জানালে শিক্ষা উপমন্ত্রী তাদের আর্থিক সহায়তা দেন।

কবরস্থান এলাকা পরিদর্শন শেষে গত ১১ জুন এখানে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ও আহত মো. মাসুদ, আব্দুল্লাহ কায়সার, মো. মুরাদ, মো. ফয়সাল, জাহাঙ্গীর, মান্নান শহীদুল্লাহ শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এরপর স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা উপমন্ত্রী।

মতবিনিময়কালে স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কবরস্থানে লাশ দাফন করতে গেলে এয়াকুব আলী ও তার সন্ত্রাসী বাহিনীকে বিভিন্ন অঙ্কের টাকা পরিশোধ করতে হতো। যারা টাকা দিতে পারতো না তাদের লাশ দাফন করতে দিতো না এয়াকুব বাহিনী। এছাড়াও বাড়ি নির্মাণ করতে তাদের চাঁদা না দিলে অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করতো।

কবরস্থান এলাকা পরিদর্শনকালে উপমন্ত্রীর সঙ্গে নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হারুনুর রশিদ, ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মোনাফ হাজী, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল সবুজ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহীন আক্তার রোজী, পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট সমাজ কমিটির সভাপতি মো. ইসমাইল, হাজী মহসিন, এমদাদ উল্লাহ, আব্দুল মাবুদ, অ্যাডভোকেট ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা