X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

তাহলে তিন ফরম্যাটেই খেলছেন সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৯:৪৪আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:৪৪

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ না নিয়ে সাকিব আল হাসান খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সাকিবের শ্রীলঙ্কায় না যাওয়াকে কেন্দ্র করে জল ঘোলা কম হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান থেকে শুরু করে নির্বাচকরাও বলেছিলেন, সাকিব টেস্ট খেলতে চান না। যদিও সাকিব বরাবরই ‘অভিযোগ’ অস্বীকার করে আসছিলেন। তার কথার সত্যতা পাওয়া গেলো জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণার পর। কেননা তিন ফরম্যাটের দলেই আছেন তিনি। তাই প্রশ্নটা এসেই যাচ্ছে- তাহলে কি তিন ফরম্যাটেই খেলছেন সাকিব?

সেই প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, সাকিব সব ফরম্যাটে খেলতে আগ্রহী। কেন্দ্রীয় চুক্তির আগে বিসিবি সভাপতি নাজমুল যে বিষয়টিতে জোর দিয়েছেন, তা হলো চুক্তির আগে খেলোয়াড়দের জানাতে হবে তারা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। জিম্বাবুয়ে সফরে সাকিবকে তিন ফরম্যাটের স্কোয়াডে রাখা আভাস দেয় তিন ফরম্যাটের চুক্তিতেই হয়তো থাকছেন বাঁহাতি অলরাউন্ডার।

শ্রীলঙ্কা সফরে না যাওয়াকে কেন্দ্র করে বোর্ড সভাপতি ঘোষণা করেছিলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ (ফরম্যাট) বিবেচনা করেই কেন্দ্রীয় চুক্তি করা হবে। তাহলে কি তিন ফরম্যাটেই খেলবেন সাকিব? এমন প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বললেন, ‘আমরা যখন কোনও দল করি, আমাদের কাছে অ্যাভেইলেবল ও নন-অ্যাভেইলেবল খেলোয়াড়দের তালিকা আসে। এর আগে যখন নিউজিল্যান্ড সফরের দল হয় সাকিব কিন্তু বলেছিল যে, সে থাকতে পারবে না। এবার কিন্তু সে নিজে থেকে কিছু বলেনি, আমাদের কাছে কিছু আসেওনি। তিন এই সংস্করণে খেলতে চায় না বা সে নির্দিষ্ট সংস্করণে খেলতে চায়- এমন কিছু আসেনি। তার মানে সে সব সংস্করণেই খেলতে চায়।’

প্রিমিয়ার লিগটা ভালো না হলেও প্রধান নির্বাচক সাকিবকে নিয়ে আশাবাদী, ‘পারফরম্যান্স করার জন্য সাকিব কিন্তু মুখিয়ে আছে। প্রিমিয়ার লিগ হয়তো খুব একটা ভালো যায়নি, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের জন্য ও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমার মনে হয়, আমরা ওর কাছ থেকে সেরা পারফরম্যান্সটা দেখতে পারবো।’

প্রধান নির্বাচক আরও বলেছেন, ‘কোনও ফরম্যাটে সে খেলবে না, এটা আমাদের বলেনি। আর চুক্তির ব্যাপার তো আলাদা। সফরে তিন সংস্করণে আমরা সেরা খেলোয়াড়কে পাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আমাদের দলও তাকে পেয়ে উজ্জ্বীবিত থাকবে। আশা করি, ওর কাছ থেকে আমরা অনেক অনেক ভালো পারফরম্যান্স পাবো এবং দলের পারফরম্যান্সও ভালো হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি