X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মাঠ নিয়ে খেপেছেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ২০:০৯আপডেট : ২৪ জুন ২০২১, ২০:০৯

উত্তেজনা-রোমাঞ্চ-বিতর্ক, কোনও কিছুর যেন কমতি ছিল না ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে। ১০০ মিনিটে গড়ানো ম্যাচের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে সেলেসাওরা। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলেও মাঠের অবস্থা নিয়ে হতাশা ঝরেছে ব্রাজিল কোচ তিতের কণ্ঠে। কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট, যেখানে বড় নামের সব খেলোয়াড় খেলছেন, সেখানকার পিচকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোসে প্রথমার্ধে এগিয়ে ছিল কলম্বিয়া। সেই গোল ৭৮ মিনিটে ব্রাজিল শোধ দেয় রবের্তো ফিরমিনোর লক্ষ্যভেদে। আর যোগ করা সময়ের দশম মিনিটে হেডে ব্রাজিলকে জয়ের আনন্দ এনে দেন কাসেমিরো। ফলে কোপা আমেরিকায় জয়ের ধারা সচল থাকলো সেলেসাওদের। তবে ম্যাচে অনেক নাটকীয় মুহূর্ত ঘটলেও তিতের অসন্তুষ্টি ঝরেছে মাঠের অবস্থা নিয়ে।

তার মতে, নিলতন সান্তোসের পিচে ভালো ফুটবলের প্রদর্শনী সম্ভব নয়। ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেছেন, ‘এই মাঠকে আমি ভয়ঙ্কর বলবো না, তবে এটা ফুটবল খেলার জন্য জঘন্য। ভালো প্র্রদর্শনীর ফুটবল নষ্ট করেছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘দুটো সেরা মানের দলের সেরা খেলোয়াড়দের জন্য এই ধরনের মাঠ অগ্রহণযোগ্য। দল দুটির খেলোয়াড়রা ইউরোপে দারুণ মানের টার্ফ ও ভালো মাঠে খেলে থাকে। অথচ এখানে এই ধরনের মাঠে খেলতে হচ্ছে।’

মাঠ নিয়ে অসন্তুষ্টি শুধু তিতের একা নয়, ব্রাজিল দলের সবারই। ব্রাজিল কোচের ভাষায়, ‘বল ছিঁড়ে গিয়েছিল। খেলার মধ্যে নান্দনিক ব্যাপারটা আসছিল না। ব্রাজিল সব খেলোয়াড়কে যদি জিজ্ঞেস করা হয়, মাঠ সম্পর্কে তাদের মত কী, তারা সবাই প্রায় আমার মতো করেই বলবে।’

/কেআর/
সম্পর্কিত
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে