X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাঠ নিয়ে খেপেছেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ২০:০৯আপডেট : ২৪ জুন ২০২১, ২০:০৯

উত্তেজনা-রোমাঞ্চ-বিতর্ক, কোনও কিছুর যেন কমতি ছিল না ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে। ১০০ মিনিটে গড়ানো ম্যাচের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে সেলেসাওরা। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলেও মাঠের অবস্থা নিয়ে হতাশা ঝরেছে ব্রাজিল কোচ তিতের কণ্ঠে। কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট, যেখানে বড় নামের সব খেলোয়াড় খেলছেন, সেখানকার পিচকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোসে প্রথমার্ধে এগিয়ে ছিল কলম্বিয়া। সেই গোল ৭৮ মিনিটে ব্রাজিল শোধ দেয় রবের্তো ফিরমিনোর লক্ষ্যভেদে। আর যোগ করা সময়ের দশম মিনিটে হেডে ব্রাজিলকে জয়ের আনন্দ এনে দেন কাসেমিরো। ফলে কোপা আমেরিকায় জয়ের ধারা সচল থাকলো সেলেসাওদের। তবে ম্যাচে অনেক নাটকীয় মুহূর্ত ঘটলেও তিতের অসন্তুষ্টি ঝরেছে মাঠের অবস্থা নিয়ে।

তার মতে, নিলতন সান্তোসের পিচে ভালো ফুটবলের প্রদর্শনী সম্ভব নয়। ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেছেন, ‘এই মাঠকে আমি ভয়ঙ্কর বলবো না, তবে এটা ফুটবল খেলার জন্য জঘন্য। ভালো প্র্রদর্শনীর ফুটবল নষ্ট করেছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘দুটো সেরা মানের দলের সেরা খেলোয়াড়দের জন্য এই ধরনের মাঠ অগ্রহণযোগ্য। দল দুটির খেলোয়াড়রা ইউরোপে দারুণ মানের টার্ফ ও ভালো মাঠে খেলে থাকে। অথচ এখানে এই ধরনের মাঠে খেলতে হচ্ছে।’

মাঠ নিয়ে অসন্তুষ্টি শুধু তিতের একা নয়, ব্রাজিল দলের সবারই। ব্রাজিল কোচের ভাষায়, ‘বল ছিঁড়ে গিয়েছিল। খেলার মধ্যে নান্দনিক ব্যাপারটা আসছিল না। ব্রাজিল সব খেলোয়াড়কে যদি জিজ্ঞেস করা হয়, মাঠ সম্পর্কে তাদের মত কী, তারা সবাই প্রায় আমার মতো করেই বলবে।’

/কেআর/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী