X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

তৃতীয় বিয়ের আগের দিন প্রবাসীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৩:৪৩আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫:০৯

কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকার এক ফ্ল্যাটের দরজা ভেঙে মজিবুর রহমান স্বপন (৫২) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে (৮ জুলাই) বজ্রপুর এলাকায় প্রবাসী নামক একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মজিবুর রহমান স্বপন জেলার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের আব্দুল গফুরের ছেলে। এই ঘটনায় প্রবাসীর ভাই বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

স্বজনরা জানান, প্রবাসী স্বপন ও তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। পরে স্বপন দ্বিতীয় বিয়ে করেন। ওই স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে। প্রায় ৩ বছর আগে তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়। আগামী শুক্রবার (৯ জুলাই) তার তৃতীয় বিয়ের দিন ধার্য ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নগরীর বজ্রপুর এলাকায় একটি ফ্ল্যাটে প্রবাসী মজিবুর রহমান স্বপন ভাড়া থাকতেন। শুক্রবার নাঙ্গলকোট উপজেলার নগরীপাড়া গ্রামে তার তৃতীয় বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে গত মঙ্গলবার বিয়ের কিছু কেনাকাটা শেষে রাতে ফ্ল্যাটে ছিলেন তিনি। বুধবার সকাল থেকে দিনভর তাকে ফোন করা হলেও রিসিভ না করায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। এক পর্যায়ে বুধবার রাতে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বজনরা লাশ খাটে পড়ে থাকতে দেখেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

লাশ উদ্ধারের ঘটনায় প্রবাসীর ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য ব্যাগেজ রুলসে বড় ছাড়, নতুন নিয়ম বুধবার থেকেই কার্যকর
দেড় কোটি প্রবাসীকে ভোটার করতে সরকারকে আইনি নোটিশ
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি