X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় করোনা উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৩৯৬

সাতক্ষীরা প্রতিনিধি 
০৮ জুলাই ২০২১, ১৪:১২আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:১২

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাত নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৬ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৯৬ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকার মৃত এম এ করিমের স্ত্রী ফিরোজা খাতুন (৭৫), নিউমার্কেট এলাকার মৃত আমিন আলীর স্ত্রী লাইলি (৬০), পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত খোদাবক্সের স্ত্রী রমেছা খাতুন (৭৫), আশাশুনি উপজেলার মহিষডাঙা গ্রামের রনজিত সরকারের স্ত্রী নমিতা সরকার (৬৫), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মাহফুজা খাতুন (৬৫), একই উপজেলার মৌতলা গ্রামের মৃত আমির আলীর ছেলে আনছার আলী (৬৪), বসন্তপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে মোস্তাফিজুর রহমান (৬০), তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের গাজী বাহরুলের মেয়ে মিনা (১৭), সদর উপজেলার ফিংড়ি গ্রামের মুনসুর গাজীর স্ত্রী মালাতন বিবি (৫৫), ও তালা উপজেলার শারশা সেনেরগাতি গ্রামের পঞ্চানন দাশের ছেলে অনিল দাশ (৭০)।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮২টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৩৪ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৪০ জন। জেলায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৩ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬১ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৯ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ১৮ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৮৫ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৭৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১৪৮ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৯৬ জন।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!