X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশে বেড়েছে ভারতীয় গমের চাহিদা, লক্ষাধিক টন আমদানি

হিলি প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৮:৫৪আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৯:০৬

করোনা সংক্রমণের কারণে বিশ্বের অন্যান্য দেশ থেকে সমুদ্রপথে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে গমের চাহিদা বেড়েছে। চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর গম আমদানি করছেন আমদানিকারকরা। দেশের বাজারে চাহিদা বাড়ায় গমের আমদানি বেড়েছে। গত ছয় মাসে তিন হাজার ১৬ ট্রাকে এক লাখ ১৮ হাজার ১২১ টন গম আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে ৩৫৫টি ট্রাকে ১৩ হাজার ৪৭৯ টন গম আমদানি হয়েছে। ফেব্রুয়ারি মাসে ৪৩৪টি ট্রাকে ১৭ হাজার ১৭ টন গম আমদানি হয়েছে। মার্চ মাসে ২৯০টি ট্রাকে ১১ হাজার ২৮২ টন গম আমদানি হয়েছে। এপ্রিল মাসে ২৪২ ট্রাকে নয় হাজার ৪৫৯ টন গম আমদানি হয়েছে। মে মাসে ৮৮৯ ট্রাকে ৩৫ হাজার ৪০ টন গম আমদানি হয়েছে। জুন মাসে ৮০৬ ট্রাকে ৩১ হাজার ৮৪৩ টন গম আমদানি হয়েছে। আগের মাসগুলোর তুলনায় জুলাই মাসে আমদানি বেড়েছে।

হিলি স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে গম সরবরাহকারী মিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর থেকে গম কিনে দেশের বিভিন্ন স্থানে ফ্লাওয়ার মিলগুলোতে সরবরাহ করি। আগের তুলনায় ফ্লাওয়ার মিলগুলোতে গমের চাহিদা বেড়েছে। আগে প্রতিদিন ৪-৫ ট্রাক গম পাঠাতাম, এখন ৮-১০ ট্রাক পাঠাই। মূলত বিদেশ থেকে গম না আসায় ভারতীয় গমের চাহিদা বেড়েছে।

হিলি স্থলবন্দরের গম আমদানিকারক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর গম আমদানি হতো। করোনার কারণে সমুদ্রপথে বিভিন্ন দেশ থেকে গম আমদানি বন্ধ রয়েছে। একমাত্র ব্রাজিল ও ইউক্রেন ছাড়া অন্যান্য দেশ থেকে গম আসছে না। ফলে দেশের বাজারে গমের চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করা হচ্ছে। বর্তমানে প্রতিটন গম ২৬৮-২৭৫ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করা হচ্ছে। তবে এই দর ওঠানামা করে। 

তিনি বলেন, আমদানিকৃত গম দেশের বিভিন্ন ফ্লাওয়ার মিলে পাঠানো হয়। বর্তমানে ২৩ টাকা ৮০ পয়সা থেকে শুরু করে ২৪ টাকা ১০ পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম ওঠানামা করে। দেশের বাজারে গমের প্রচুর চাহিদা রয়েছে। যদি বন্দর দিয়ে চার দিন গম আমদানি না হয় তাহলে বাজারে সংকট দেখা দেয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় বন্দর দিয়ে গমের আমদানি বেড়েছে। প্রথম দিকে বন্দর দিয়ে ২০-৩০ ট্রাক করে গম আমদানি হলেও বর্তমানে ৪৫-৫৫ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গম আমদানি বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব আহরণ যেমন বেড়েছে তেমনি বন্দর কর্তৃপক্ষের আয় বেড়েছে। একইভাবে বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বাড়ায় স্বস্তি ফিরেছে। গত ছয় মাসে এক লাখ ১৮ হাজার ১২১ টন গম আমদানি হয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা