X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৪ ঘণ্টা পর বরিশালে সব রুটে বাস চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৭:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:৩৬

দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে বরিশাল নগরীর দুইটি বাস টার্মিনাল থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ আশ্বাস দেওয়ার পর দুপুর পৌনে ৩টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে এবং একই সময় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বৃহস্পতিবার রূপাতলী বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ শ্রমিক নেতা দাবিদার সুলতান মাহমুদের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রূপাতলী বাস টার্মিনাল থেকে প্রায় চার ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

হামলার ঘটনায় রূপাতলী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেয়র সাদিক আবদুল্লাহ অনুসারী শাহরিয়ার বাবু প্রতিপক্ষ শ্রমিক ইউনিয়নের ১২ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার আসামিদের গ্রেফতারে আজ সকাল ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন সিটি মেয়র অনুসারী শ্রমিক ইউনিয়নের নেতারা। কিন্তু বেধে দেওয়া সময়ের মধ্যে পুলিশ ওই মামলার কোনও আসামিকে গ্রেফতার না করায় সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দুই প্রান্তে থাকা দুইটি বাস টার্মিনাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন তারা।

দুইটি বাস টার্মিনাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ঈদের আগ মুহূর্তে বাস চলাচল বন্ধ থাকায় ঘরমুখো মানুষ পড়েন চরম দুর্ভোগে। তারা থ্রি হুইলার, রিকশা ও অটোরিকশায় গন্তব্যে রওনা দেন। শ্রমিক দ্বন্দ্বের জের ধরে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী যাত্রীরা।

টানা চার ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর রূপাতলী বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। তিনি হামলকারী আসামিদের গ্রেফতারের আশ্বাস দেওয়ায় দুপুর পৌনে ৩টার দিকে ফের বাস চলাচল শুরু হয়।

দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা।

স্থানীয় পরিবহন শ্রমিকদের একটি পক্ষ সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর এবং অপর পক্ষ সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী। 

এমপির অনুসারী পরিবহন শ্রমিকদের নেতা সুলতান মাহমুদ বলেন, পরিবহন সংশ্লিস্ট নয়, এমন ব্যক্তিরা রূপাতলী বাস টার্মিনালের শ্রমিক নেতৃত্ব নিয়ন্ত্রণের চেষ্টা করায় এই বিপত্তি দেখা দিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া কমানোর দাবি
অনিয়ম দূর না করে ফিটনেসবিহীন বাস অপসারণ সম্ভব?
গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করুন: বিশেষ সহকারী মইনউদ্দীন
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল