X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনার টিকা পাচ্ছেন হাজী দানেশের শিক্ষার্থীরা

হাবিপ্রবি সংবাদদাতা
১৭ জুলাই ২০২১, ১৬:০৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:২০

করোনা প্রতিরোধী ভ্যাকসিনের জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের নামের তালিকা ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে সংযোজনের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। তবে পর্যায়ক্রমে অনাবাসিক শিক্ষার্থীরাও টিকা পাবেন বলে জানান তিনি।

ড. ইমরান পারভেজ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মার্চ মাসে করোনার শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে কাজ শুরু করে। কিন্তু সে সময় শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়নি। এর ফলে গত ২ জুলাই পুনরায় শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ  শুরু করি। সেখানে প্রায় ৩ হাজার আবাসিক ও  প্রায় ৫ হাজার অনাবাসিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আমরা ওই তথ্য সংগ্রহ করে আবাসিক ৩ হাজার শিক্ষার্থীর তথ্য ইউসিজিতে পাঠিয়ে দেই। ইউজিসি সেসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে হাবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে চূড়ান্তভাবে টিকা পেতে রেজিস্ট্রেশন করতে পারছেন।

তবে যেসব আবাসিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার পরও সুরক্ষা অ্যাপে আবেদন করতে পারেননি, তারা আগামীকাল রবিবার (১৮ জুলাই) থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিষয়টি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে।  

শিক্ষার্থীরা যেন দ্রুত সময়ের মধ্যে টিকা পান এমন আশাবাদ ব্যক্ত করে হাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই এত দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার ভ্যাকসিন পাচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ইউজিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা যাতে করোনার টিকা দ্রুত পায় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুরক্ষা অ্যাপে যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অন্তর্ভুক্ত হয়েছে তাদের দ্রুত সময়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করার আহ্বান জানান অধ্যাপক কামরুজ্জামান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!