খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় এবার ৫১ জন মারা গেছেন। রবিবার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়। এরআগে, শনিবার (১৭ জুলাই) বিভাগে একদিনে ৪০ জন মারা গেছে বলে জানানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
মৃতদের মধ্যে খুলনায় ১৯ জন, কুষ্টিয়ায় ১৪, যশোরে ছয়, চুয়াডাঙ্গায় পাঁচ, বাগেরহাটে তিন, ঝিনাইদহ-মাগুরা-মেহেরপুর ও সাতক্ষীরায় একজন করে রোগী মারা গেছেন। তবে নড়াইলে কেউ মারা যায়নি।
২৪ ঘণ্টায় বাগেরহাটে ১০২ জন, চুয়াডাঙ্গায় ১২৬, যশোরে ১৫৩, ঝিনাইদহে ৮৭, খুলনায় ৩৯৪, কুষ্টিয়ায় ২০৫, মাগুরায় ৫৯, মেহেরপুরে ৮১, নড়াইলে ৩৭ ও সাতক্ষীরায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ১৫১ জন চিকিৎসাধীন আছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে ১৮ জুলাই সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮১ হাজার ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন মোট এক হাজার ৮৯৫ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩২৩ জন।