করোনা পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নৌ বাহিনী। সোমবার (১৯ জুলাই) বানৌজা শেখ মুজিব ঘাঁটির তত্ত্বাবধানে নৌসদস্যরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী। বানৌজা শেখ মুজিব ঘাঁটির তত্ত্বাবধানে নৌসদস্যরা সোমবার (১৯ জুলাই) খিলক্ষেত এলাকার পানির ট্যাংক, নামাপাড়া বস্তি, বাঁশপাড়া বস্তি, ভাসানটেক, বনানী ও গুলশান এলাকার ভাসমান দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, আটা ও লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।