X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

টেকনাফ ও উখিয়াতে চলছে ইউএনডিপি’র কোভিড প্রচারাভিযান

প্রেস বিজ্ঞপ্তি
২০ জুলাই ২০২১, ১৫:০২আপডেট : ২০ জুলাই ২০২১, ১৫:০২

চলমান এই শিথিল লকডাউনে জনগণকে সচেতন করতে, দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউএনডিপি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা শহর ও ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে গত ১৬ জুলাই থেকে মাইকিং শুরু করেছে উভয় উপজেলার স্থানীয় পৌরসভা।

এখনও কক্সবাজারে গড়ে প্রতিদিন প্রায় এগারো হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। চলমান লকডাউন শিথিল হওয়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এমতাবস্থায় জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উৎসাহ দিতেই এই প্রচারণার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নুরুল আলম। 

তিনি আরও বলেন, ‘আমরা চাই জনগণকে সচেতন করতে। আমরা আশা রাখি এই প্রচারণার মাধ্যমে মানুষ সরকারি বিধিনিষেধের প্রতি আরও যত্নবান হবেন।’ 

বরাবরের মত এবারেও ঠিক প্রয়োজনের মুহূর্তে পাশে থাকার জন্য ইউএনডিপি ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোকে তিনি ধন্যবাদ জানান। এই কাজে ইউএনডিপিকে কারিগরি সহায়তা প্রদান করছে প্র্যাক্টিক্যাল অ্যাকশান ও ব্র্যাক। 

মূলত ২০১৮ সাল থেকে ইউএনডিপি কক্সবাজারের উখিয়া ও টেকনাফ পৌরসভার সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করছে। তারমধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প অন্যতম। 

প্রকল্প কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মার্তা কুচারস্কি দোরান বলেন, ‘আমাদের প্রত্যেকের কাঁধে এখন নিরাপত্তার দায়িত্ব এসে পড়েছে। এই দায় আমরা কেউই এড়াতে পারি না। ইউএনডিপি সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছে।’ 

জনগণের সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং টিকা বিষয়ক প্রচারণার জন্য স্থানীয় প্রশাসনকে আরও নানামুখী উদ্যোগ নিতে তিনি আহ্বান জানান।

এ ছাড়াও সিসিপি (কম্যুনিটি কোহেশন প্রজেক্টে)-এর মাধ্যমে ইউএনডিপি উখিয়া ও টেকনাফ উপজেলার মোট আটটি ইউনিয়নের ১০৫টি গ্রাম ও ২৫৬টি পাড়ার প্রায় ২ লাখ বাসিন্দাদের মাঝে একই রকমের প্রচারণা চালিয়েছে। এসময় স্থানীয় জনগণের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়। সহযোগী প্রতিষ্ঠান ইএসডিও এই কাজটি বাস্তবায়নে সহায়তা করে।

   

 


                         

/এনএইচ/
সম্পর্কিত
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সিচাংয়ে শুরু ‘চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন’ ট্যুর
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি