X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যত উদ্যোগ

সঞ্চিতা সীতু
২০ জুলাই ২০২১, ১৯:৩০আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:২১

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ উদ্যোগ নিয়েছে পিডিবি এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। ঈদ আনন্দে বিদ্যুৎ যাতে বিড়ম্বনার কারণ না হয় সেজন্য নেওয়া হয়েছে প্রস্তুতি। জরুরি সেবা খাত হিসেবে বিতরণ কোম্পানিগুলো তাদের বিশেষ কর্মীদের ছুটি বাতিল করেছে।

পিডিবি সূত্র জানায়, ঈদে শহরের অফিস, কারখানা, দোকানপাট বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদাও কম থাকে। অন্যদিকে অনেকে যাচ্ছে গ্রামের বাড়ি। বিশেষ পরিস্থিতিতেও মানুষ ঢাকা ছেড়েছে। গত ছয় দিনে লক্ষাধিক মানুষ ঢাকা ছেড়েছেন। তাদের যাতে বিদ্যুৎ নিয়ে অভিযোগ না থাকে সেদিকেও বিশেষ নজর রাখা হবে।

বিতরণ কোম্পানিগুলো জানায়, প্রতিটি কন্ট্রোল রুম আগের মতো প্রস্তুত আছে। কোথাও সমস্যা হলে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, ‘চাহিদা কমে যায় এই সময়। তবে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে। আশা করছি সমস্যা হবে না।’

তিনি আরও জানান, ‘কর্মীদের ডিউটির রোস্টার করা হয়েছে। এরপরও বিশেষ সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুমকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘ঈদ ও লকডাউনকে কেন্দ্র করে আমরা ছুটি বাতিল করেছি। এ ছাড়া করোনার জন্য বিশেষ যে কমিটি করা হয়েছিল সেটি এখনও আছে। তারা এবারও সব দেখবেন। এ ছাড়া ডিপিডিসির কন্ট্রোল রুমে ফোন দিয়ে কেউ অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঈদের নামাজের সময় যাতে কোনও মসজিদে বিদ্যুৎ না যায় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রামপুরা গ্রিড চালু, ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন এলাকায়
রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি, অন্ধকারে ঢাকার একাংশ
রাজশাহীতে সিন্ডিকেটের কৌশলে চামড়ার দরপতননির্ধারিত দামের অর্ধেকে চামড়া বিক্রি, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল