X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বিএনপি-জোট ছেড়ে আসা জমিয়তের নেতারা মুক্তি পেতে শুরু করেছেন 

সালমান তারেক শাকিল ও চৌধুরী আকবর হোসেন
২১ জুলাই ২০২১, ০০:০৬আপডেট : ২১ জুলাই ২০২১, ০০:৩৭

১৪ জুলাই বিএনপি-জোট ছেড়ে আসার ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) তিন জন কেন্দ্রীয় নেতা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ঈদুল আজহার পর মুক্তির এই তালিকা ধীরে-ধীরে আরও বাড়বে। জমিয়তের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

জমিয়তের একাধিক শীর্ষনেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার (১৮ জুলাই) জমিয়তের কেন্দ্রীয়সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী, যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন জামিনে মুক্তি পেয়েছেন। তারা প্রত্যেকেই গত এপ্রিলের বিভিন্ন দিনে গ্রেফতার হয়েছিলেন হেফাজতকেন্দ্রীক মামলায়।

জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া মঙ্গলবার (২০ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত তিন জন কেন্দ্রীয় নেতা মুক্তি পেয়েছেন। তিনি বলেন, ‘আশা করি ঈদের পর পর্যায়ক্রমে সবাই মুক্তি পাবেন।’

জমিয়তের নেতারা জানান, জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলামের মুক্তির কথা শোনা গেলেও আদতে তা গুজব। তিনি এখনও কারাগারেই আছেন। বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘না, তিনি এখনও মুক্তি পাননি।’

জমিয়তের আরেকজন দায়িত্বশীল নেতা জানান, ময়মনসিংহ-ভিত্তিক ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরুল হক জামিনে মুক্তি পেয়েছেন। তিনিও হেফাজতের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটত্যাগ করে জমিয়তের একাংশ। সেদিন সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া অভিযোগ করেছিলেন, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, জমিয়তের প্রয়াত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া প্রভৃতি কারণে তারা জোট থেকে বেরিয়ে যাচ্ছেন।

যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারের চাপে পড়েই জমিয়ত জোট ত্যাগ করেছে। ১৮ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘এটা তো হচ্ছে রাজনীতি। রাজনীতি ভাঙাগড়ার খেলা। কখনও একূল ভাঙে, ওকূল গড়ে- এরকম চলে। মূল বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে, তারা চলে যাবেন, সরকারের চাপে। মামলা মোকাদ্দমা, প্রচণ্ডরকমের চাপ আছে। তার পরও অনেকের চাকরি চলে যাবে।’

নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী জমিয়তের দায়িত্বশীল একটি সূত্র জানায়, হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর মামলায় উল্লেখযোগ্য ধর্মভিত্তিক দলের শতাধিক নেতা কারাগারে আছেন। এর মধ্যে কয়েকজনের মুক্তি হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ‘উগ্রপন্থী বক্তা’ হিসেবে পরিচিত নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানীও রয়েছেন। যদিও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গত ১২ এপ্রিল ময়মনসিংহ থেকে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার’ অভিযোগে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা শ্রমিক লীগ নেতা ও জেলা সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে আইসিটি আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছিলেন।

জানতে চাইলে জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও চাপ নেই, চাপের বিষয়ও নেই। ঈদের পর ইনশাল্লাহ পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ায় বাকি নেতারাও বেরিয়ে আসবেন।’

আরও পড়ুন...

মাওলানা কাসেমী নেই বলেই সমস্যাগুলো তৈরি হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়লো জমিয়ত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জোট ছেড়েছে জমিয়ত: নজরুল ইসলাম খান

ভাঙা-গড়ার খেলাই তো রাজনীতি: মির্জা ফখরুল

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
খা‌লেদা জিয়ার আনুষ্ঠানিক সফরসঙ্গী যারা
খা‌লেদা জিয়ার আনুষ্ঠানিক সফরসঙ্গী যারা
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে