X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের প্রতিশ্রুতি ও প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১২:৫৩আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২:৫৫

টোকিও অলিম্পিক গেমস হবে কিনা এ নিয়ে গভীর সংশয় ছিল। করোনাভাইরাসের কারণে এই গেমস গত বছর হতে পারেনি। এবারও চারদিক থেকে নানা বাধা-বিপত্তি সামনে এসে দাঁড়ায়। বিশেষ করে, জাপানের নাগরিক নিজেরাই চাইছেন না গেমসের মশাল জ্বলে উঠুক। যদিও সব বাধা ঠেলে আজ (শুক্রবার) অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। শুরুর দিনে অন্যদের মতো বাংলাদেশও মাঠে থাকছে। আর্চারিতে রোমান সানা-দিয়া সিদ্দিকী নিজেদের নিশানা ভেদ করার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছেন। দুই আর্চারের পাশাপাশি অংশ নেওয়া অন্যরাও নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর অপেক্ষায়।

১৯৮৪ সালে সাইদুর রহমান ডন প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এরপর থেকে নিয়মিত লাল-সবুজ পতাকা নিয়ে মার্চপাস্টে বাংলাদেশের অবস্থান থাকে। তবে নিয়মিত অংশগ্রহণ থাকলেও পদকের ধারেকাছেও কেউ যেতে পারেননি।

এবার অবশ্য আর্চারিতে রোমানকে ঘিরে স্বপ্ন বুনছে সবাই। সরাসরি গেমসে জায়গা করে নেওয়া রোমানও চাইছেন কিছু একটা করতে। টোকিও যাওয়ার আগে জানিয়ে গেছেন, ‘সবার লক্ষ্য থাকে অলিম্পিকে কিছু একটা করার। আমারও তাই আছে। চেষ্টা করবো নিজের সেরা পারফরম্যান্স দেখানোর। এখানে প্রতিদ্বন্দ্বীরা অনেক শক্তিশালী থাকবে। তাদের সঙ্গে লড়াই করতে হবে। আমি কোনও চাপ নিচ্ছি না। আগের দুটি বিশ্বকাপে খেলে অভিজ্ঞতা হয়েছে। আশা করছি টোকিওতে তা কাজে লাগবে।’

রোমানের মতোই ভালো করার প্রতিশ্রুতি দিয়া সিদ্দিকীর। আজই দুজনের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট শুরু হতে যাচ্ছে। র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু। স্কোর ভালো থাকলে মিক্সড ডাবলও খেলার সম্ভাবনা আছে। দিয়া টোকিও থেকে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গেমস ভিলেজে অনুশীলন করছি। চেষ্টা করছি এখানকার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে। দিনে একটু গরম থাকে। রাতে কমে যায়। বাতাসও আছে। অনেক নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে। আশা করছি ভালো কিছু করতে পারবো।’

গেমসে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা থাকবে সাঁতারু আরিফুল ইসলামের কাছে। ফ্রান্স থেকে সেখানে খেলবেন এই ক্রীড়াবিদ। আগামী ৩০ জুলাই তার পুলে নামার কথা। আরিফুল অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় নিজের টাইমিংটা ভালো করতে চাইছেন, ‘অলিম্পিকের মতো গেমসে খুব বেশি ভালো করা কঠিন। আমি চেষ্টা করবো আগের চেয়ে ভালো টাইমিং করতে।’

লন্ডন প্রবাসী জুনায়না আহমেদেরও ৩০ জুলাই ইভেন্ট শুরু। ১৭ বছর বয়সী সাঁতারুও চাইছেন প্রথম অলিম্পিকটা স্মরণীয় করে রাখতে, ‘লন্ডনে অনুশীলন হয়েছে। আশা করছি তা টোকিওতে কাজে লাগানো যাবে।’

কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপাজয়ী আব্দুল্লাহেল বাকী ২৫ জুলাই রেঞ্জে নামার অপেক্ষায়। তবে অলিম্পিকে যে ভালো করা কঠিন তা মানছেন। নিজের সেরা স্কোর করতে পারলে স্বস্তি পাবেন এই শুটার। অ্যাথলেটিকস থেকে ৪০০ মিটার ইভেন্টে জহির রায়হান ট্র্যাকে নামবেন। ১ আগস্ট তার ইভেন্ট শুরু। আগামী ২৫ জুলাই ঢাকা ছাড়বেন জহির। আপাতত বিকেএসপিতে অনুশীলন করছেন।

বাস্তবতা মেনে জহির বলেছেন, ‘অল্প সময়ের প্রস্তুতিতে ভালো কিছু পাওয়া কঠিন। অলিম্পিকে ভালো করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তারপরও সর্বোচ্চ চেষ্টা করবো দেশকে সম্মান এনে দেওয়ার।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!