X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

তাহলে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২১, ১৪:৩৯আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪:৩৯

স্থগিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ, অথচ সেটির প্রভাব পড়লো বাংলাদেশে! কারণ করোনাভাইরাসের কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসা পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। তবে খুশির খবর হলো, আবারও শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ। ফলে অজিদের বাংলাদেশ সফর ঘিরে জমা শঙ্কার মেঘ কেটে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী শুক্রবার জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সিরিজ না হওয়ার নিয়ে মোটেও শঙ্কিত নন তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত সূচিতেই হবে বলে মন্তব্য করেছিলেন এই কর্তা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হয়ে গেলেই হতো সর্বনাশ। বায়ো বাবলের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়লে ক্যারিবিয়ান অঞ্চল থেকে সোজা দেশে ফিরে যেতে পারতেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বৃহস্পতিবার দল দুটির দ্বিতীয় ওয়ানডে শুরুর ঠিক আগমুহূর্তে খবর আসে, ওয়েস্ট ইন্ডিজ দলের এক স্টাফ করোনায় আক্রান্ত। সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যায় খেলা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আক্রান্ত ব্যক্তির নাম গোপন রেখে জানিয়েছে, দুই দলের খেলোয়াড়রা হোটেলে ফিরে গিয়ে আছেন আইসোলেশনে। জানানো হয়, সব খেলোয়াড়, স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের পিসিআর টেস্টের পর নেওয়া হবে সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত।

সেই পরীক্ষায় সুখবর মিলেছে। ১৫২ জনের সবাই নেগেটিভ। ফলে সিরিজ খেলতে সম্মতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ‍দুই দলের লড়াই। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে তারা। যেহেতু টস আগেই হয়ে গিয়েছে, তাই টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ইনিংস দিয়ে শুরু হবে ম্যাচ। একাদশও থাকছে একই। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সোমবার।

এই সিরিজ শেষ করেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে অ্যারন ফিঞ্চরা। আগামী ২৯ জুলাই আসার কথা অজিদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, সেটি জানায়নি বিসিবি।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই। এবার যদিও আসছে, তবে অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই