X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শুধু শুধু বিরক্ত করায় যুবককে পিষে দিলো হাতি (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:০০

নিজের মতো রাস্তা পার হচ্ছিল হাতির পাল। তাতেও সমস্যা একদল মানুষের। বিনা কারণেই চলছিল ইঁট-পাটকেল ছোঁড়া, ভয় দেখানোর চেষ্টা। আর তাতে যা পরিণতি হওয়ার, তাই হলো। সোজা এগিয়ে গিয়ে এক যুবককে পিষে দিলো ভীত হাতি।

এ ঘটনা ভারতের আসামের নুমালিঘুরের। জঙ্গলের মাঝ বরাবর চলে যাওয়া রাস্তা পার হচ্ছিল হাতির পাল। রয়েছে বহু হস্তী শাবকও। নিজেদের মতোই রাস্তা পার হচ্ছিল তারা। কিন্তু তাতেও সমস্যা জনতার একাংশের। জনা পঞ্চাশেক স্থানীয় মিলে তাদের ভয় দেখাতে শুরু করলেন। ঢিল ছোঁড়া হচ্ছিল হাতির পাল লক্ষ্য করে। কেউ কেউ অতি উত্তেজনায় সামনে পর্যন্ত চলে যাচ্ছিল। আরও জোরে গাড়ির হর্ন বাজানোর জন্যও উৎসাহিত করতে দেখা যায় কাউকে।

এতো কিছুর পরও কোনও প্রতিক্রিয়া দেখায়নি হাতির পাল। দ্রুত রাস্তা পার হয়ে যায় তারা। কিন্তু এক পর্যায়ে পালের শেষে থাকা একটি হাতি ধৈর্য হারিয়ে ফেলে। তেড়ে যায় জড়ো হওয়া জনতার দিকে।

এ সময় পালাতে গিয়ে উল্টে পড়ে এক যুবক। সোজা গিয়ে তাকে পিষে দেয় হাতিটি। তারপর ফিরে যায় জঙ্গলের দিকে।

ভারতের বিভিন্ন স্থানে চা-বাগান, চাষের জন্য জঙ্গল কাটার ঘটনা ঘটে। ফলে কখনও কখনও ভুল করে বা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। এক্ষেত্রে তেমনটাও ঘটেনি। জঙ্গলের মাঝের রাস্তাটুকু পার হতে গিয়েই মানুষের হামলার মুখোমুখি হতে হয় হাতির পালকে।

সাধারণত দলে ছোট হাতি থাকলে আরও সাবধান থাকে বড়রা। শাবকদের যাতে ক্ষতি না হয়, সেজন্য আরও ক্ষিপ্র থাকে বড় হাতি। ফলে এক্ষেত্রেও যেটা হচ্ছিল সেটা ছিল সত্যিই অমানবিক ও বিপদজনক।

অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বন দফতরই বা কেন স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

/এমপি/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল