X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

নির্মাণাধীন সড়ক ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক আহত

রংপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১০:৩৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:৫৬

রংপুরের সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নবনির্মিত অফিস ভবনের দোতলার ছাদের একাংশ ধসে পড়েছে। এতে নির্মাণকাজে জড়িত তিন শ্রমিক আহত হন। বুধবার (২৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা জানান, রংপুর নগরীর ধাপ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের একটি ভবন নির্মাণ কাজ চলছিল। ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা নিম্ন মানের বাঁশ ও কাঠ দিয়ে দোতলার ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। কিন্তু ওই সময় সড়ক ও জনপথ বিভাগের কোনও প্রকৌশলী সেখানে ছিলেন না। প্রকৌশলীদের না জানিয়ে ওই ঢালাইয়ের কাজ করা চলছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান। ঠিকাদার প্রতিষ্ঠান কেন তাদের না জানিয়ে ঢালাইয়ের কাজ করছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিন শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, দুর্বল সাটারিংয়ের কারণে সদ্য ঢালাই করা ছাদের একটি অংশ ধসে পড়ে। ভবনটি সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা এবং অযোগ্যতাকে দায়ী করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সার্বিক বিষয়ে জানতে রংপুর সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার আগে বৃষ্টি হওয়ায় সম্ভবত সাটারিংয়ের কাঠ সরে গিয়ে পোরশের একাংশের ছাদ ধসে গেছে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা কিংবা নিম্ন মানের সামগ্রী ব্যবহারে দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল