X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কারখানা থেকে ফোন দিয়ে বলেছে, ‘ফিরতেই হবে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৮:৪৭আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:৪৭

লকডাউনের মধ্যে পোশাকসহ অন্যান্য কারখানা খোলার ঘোষণায় সারাদেশ থেকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফেরা শুরু করেছেন। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে গাদাগাদি করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসতে দেখা যায় তাদের। দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা এ নৌ রুটে যাতায়াত করেন।

গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট বাহনে চড়ে তাদের বাংলাবাজার ফেরি ঘাটে আসতে দেখা গেছে। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করে তারা পদ্মা পার হচ্ছেন। শিমুলিয়া ঘাটে এসেও অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলে চড়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার উদ্দেশে রওনা হতে দেখা যায়।

অসহনীয় ভোগান্তির পাশাপাশি যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। যাত্রীরা বলছেন, কারখানা খোলার কারণে তাদেরকে কর্মস্থলে যেতেই হবে। এছাড়া আর কোনও উপায় নেই। কারখানা থেকে ফোন করে তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তাই নানা ভোগান্তি নিয়েই কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ময়মনসিংহের ভালুকার উদ্দেশে ভোরে নিজ গ্রাম থেকে রওনা দিয়েছেন গার্মেন্টকর্মী মামুন। ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দেওয়ার পর তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘গতকাল অফিস থেকে ফোন দিয়ে যেতে বলেছে। গণপরিবহন বন্ধ। অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছি। অনেক ভিড় তবু আমরা যেতে বাধ্য। চাকরির ভয়ে (চাকরি বাঁচাতে) যেতে হচ্ছে। তবে, লকডাউন শেষ হওয়ার পর কারখানা খুললে ভালো হতো।’

নিরাপত্তাকর্মী দুলাল থাকেন ঢাকার রামপুরায়। তাকেও তার অফিস থেকে ফোন করে কর্মস্থলে যেতে বলা হয়েছে। তিনি বলেন, ‘চাকরি করি। তাই নানা ভোগান্তির মধ্যেও কর্মস্থলে যাচ্ছি। বাস চালু করে দিলে ভালো হতো।’

আসাদ নামের আরেক গার্মেন্টকর্মী বলেন, ‘যতটা কষ্ট করে ঘাট পর্যন্ত এসেছি, তাতে মনে হয় গার্মেন্ট এখন খোলা ঠিক হয়নি। গার্মেন্ট খুললে আমাদের যেতেই হবে। আমাদের আর কোনও উপায় নেই। এ পর্যন্ত আসতে যত ভোগান্তিতে পড়েছি, জীবনেও এত ভোগান্তিতে পড়িনি। সহযাত্রী অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমার কর্মস্থল গাজীপুর। দেখি কিভাবে বাকী পথ যেতে পারি!’

তিনি আরও বলেন, ‘আমাদের কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। আগেরবারের তুলনায় দ্বিগুণ ভাড়া দিচ্ছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে যেসব ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশে যাচ্ছে, সেগুলোতে তেমন ভিড় নেই। তবে বাংলাবাজার ঘাট থেকে আসা ফেরিতে যাত্রীর ভিড় আছে।’

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ রিকশাচালক তিন মাস পর থানায় হাজির
এক সেতু পাল্টে দিয়েছে চিত্রআদি পেশা ছেড়ে পর্যটন ব্যবসায় নেমেছেন পদ্মা পাড়ের বহু মানুষ
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি