X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হুবার ক্রাফট ও হেলিকপ্টার কিনতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়

জামাল উদ্দিন
৩১ জুলাই ২০২১, ২২:৪৪আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২:৪৪

দুর্যোগকালীন দ্রুত যাতায়াতের জন্য চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দরের অর্থায়নে এক বা একাধিক ‘হুবার ক্র্যাফ্ট’ এবং হেলিকপ্টার কিনতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়। বিআইডব্লিউটিএ এজন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন একটি প্রতিষ্ঠানকে দিয়ে ফিজিক্যাল স্টাডিও করিয়েছে। সেই স্টাডি রিপোর্টও জমা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। রিপোর্টটি পর্যালোচনার পর ‘হুবার ক্রাফট’ ও ‘হেলিকপ্টার’ কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটা নৌপরিবহন মন্ত্রণালয় নাকি সিভিল এভিয়েশন বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্তও নেওয়া হবে পরে।

সংশ্লিষ্টরা জানান, গত মার্চ (২০২১) মাসে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য দ্রুতগামী জল ও আকাশযান হুবার ক্রাফট ও হেলিকপ্টার কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয়, দুর্যোগকালীন সময়ে দ্রুত যাতায়াতের জন্য চট্টগ্রাম, পায়রা এবং মোংলা বন্দরের অর্থায়নে এক বা একাধিক যৌথ ‘হুবার ক্র্যাফ্ট' ফ্লিট-এর ব্যবস্থা এবং হেলিকাপ্টার ক্রয় করা যেতে পারে। একইসঙ্গে সকল বন্দরের মৌলিক কাঠামো একই ধরনের রেখে তিনটি সমুদ্র বন্দরকে সমানভাবে সুযোগ-সুবিধা দেওয়ার জন্যেও বলা হয়। এ প্রস্তাবকে সময়োপযোগী ও ভালো প্রস্তাব বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ, এতে দুর্যোগের সময়ে উপকূলীয় এলাকায় দ্রুত যাতায়াত করাসহ অন্যান্য জরুরি চাহিদা মেটানো সম্ভব হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান প্রস্তাব করেন নদী ভরাট হয়ে যাওয়ার কারণে সাত থেকে আট মিটার ড্রাফ্‌টের জাহাজ বন্দরে আসতে পারলেও ১০ মিটার ড্রাফটের জাহাজের বন্দরে আসতে সমস্যা হচ্ছে। মোংলা এবং পায়রা বন্দরে যাতে নির্দিষ্ট ড্রাফটের জাহাজ সব সময় আসতে পারে সেজন্য উভয় বন্দরের জন্য ড্রেজার ক্রয় করতে হবে। তার এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ ক্রয়ের প্রস্তাব যুক্তিযুক্ত। তাছাড়া চট্টগ্রাম, মোংলা এবং পায়রা এই ৩টি বন্দরেরই ‘হুবার ক্র্যাফ্ট' সার্ভিস চালুর ব্যাপারে স্ট্যাডি করা হয়েছে। এটি সুবিধাজনক হবে। তবে এর দাম বেশি পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সংসদীয় স্থায়ী কমিটি থেকে যেসব সুপারিশ করা হয়েছে ও সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেগুলো আমরা পেয়েছি। আমাদের বন্দর কর্তৃপক্ষের যারা আছেন, তারা এগুলো বাস্তবায়নের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। ‘হুবার ক্রাফট’ কেনার জন্য বিআইডব্লিউটিএ ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন একটা প্রতিষ্ঠান দিয়ে ফিজিক্যাল স্টাডি শেষ করিয়েছে। তারা একটা রিপোর্টও মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন সেই রিপোর্ট পর্যালোচনা করে দেখা হবে যে, এটা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করতে পারবে কিনা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আলোচনায় আসছে ‘হুবার ক্রাফট আধুনিক যান। এটা পানির ওপর দিয়ে চলে। আবার আকাশেও উড়তে পারে। এটা আবার সিভিল এভিয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা তারাও করতে পারে আবার আমরাও করতে পারি। খুবই ভালো একটা প্রস্তাব পাওয়া গেছে সংসদীয় কমিটির কাছ থেকে। এখন এটা যাদের সঙ্গে বেশি সম্পর্কিত তাদেরই বাস্তবায়ন করা উচিত। যে স্টাডি রিপোর্টটা পাওয়া গেছে সেটার পর্যালোচনা শেষ হলে হয় আমরা বাস্তবায়ন করব। না হয় সিভিল এভিয়েশনকে অনুরোধ করব তারা যেন এটা বাস্তবায়ন করে। আসলেই এটা দরকার। কোস্টাল এরিয়ার জন্য খুব জরুরি। 

 

/জেইউ/এফএএন/
সম্পর্কিত
দীর্ঘ ছুটির রেশ নৌপথে, নেই ফিরতি যাত্রীর চাপ
নৌ পরিবহন অধিদফতরের নতুন ডিজি শফিউল বারী
সোমবার চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন