X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

দীর্ঘ ছুটির রেশ নৌপথে, নেই ফিরতি যাত্রীর চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৫, ২২:২৫আপডেট : ১০ জুন ২০২৫, ২২:৪৩

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে নৌপথে এখনও চাপ পড়েনি ফিরতি যাত্রার। রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনালে নেই ফিরতি যাত্রীদের ভিড়। সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় এখনও ফিরতি যাত্রায় চিরচেনা চাপ তৈরি হয়নি নৌপথে। তবে আগামী শুক্রবার থেকে যাত্রীচাপ বাড়ার আশা করছেন তারা।

মঙ্গলবার (১০ জুন) সদরঘাট এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো পন্টুনে ভিড়ছে। তবে অধিকাংশ লঞ্চেই যাত্রী সংখ্যা সীমিত। ফলে দক্ষিণাঞ্চল থেকে নৌপথে আসা মানুষজন ঈদের দুদিন পরও স্বস্তি নিয়ে ফিরছেন। এছাড়াও গন্তব্যে যেতে অপেক্ষমাণ লঞ্চগুলোতে যাত্রীর খরা রয়েছে।

ঢাকা-বরিশাল রুটের সুন্দরবন লঞ্চের স্টাফ মাসুদ রানা বলেন, ‘ছুটি এখনও ফুরায় নাই, তাই যাত্রী নাই। লঞ্চ খালি যাওয়া-আসা করছে। বৃহস্পতিবার, শুক্রবার থেকে বেশি চাপ হতে পারে।'

এবার ঈদে দীর্ঘ ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৪ জুন ছুটি শেষ হবে তাদের। আর বেসরকারি চাকরিজীবীরা ৫ দিন ছুটি পেয়েছেন। ছুটি শেষে গত সোমবার কর্মব্যস্ততা ফিরেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে।

চাঁদপুর থেকে ঢাকায় আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আহনাফ তাহমিদ বলেন, 'গতকাল ছুটি শেষ হয়েছে। কিন্তু একদিন ছুটি বাড়িয়ে আজ ফিরলাম। আগামীকাল থেকে অফিস করবো। লঞ্চে তেমন যাত্রী নেই। তাই স্বস্তিতে আসতে পেরেছি।'

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এদিন রাত ৯টা পর্যন্ত বিভিন্ন রুট থেকে ৭১টি লঞ্চের আগমন ও ৬২টি লঞ্চের নির্গমন হয়েছে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'গতকালও অনেকে গ্রামে ফিরেছেন। আজ ফিরতি বা ঘরমুখী মানুষের কোনও চাপই নেই। মূলত এবার ছুটি বেশি। এ কারণে সবাই ধীরে ঢাকা ফিরছেন। আগামী শুক্র ও শনিবার যাত্রীর চাপ তৈরি হতে পারে।'

/এসএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে এখনও ছুটির আমেজ, সড়কে স্বস্তির ছোঁয়া
এখনও ফাঁকা ঢাবি ক্যাম্পাস, ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা
কমলাপুরে ট্রেনে ফিরতি যাত্রীদের ঢল, নেই স্বাস্থ্যবিধির বালাই
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি, মৃত্যু ২৬ জনের
দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি, মৃত্যু ২৬ জনের
২৮ লাখ টাকার কালভার্টের নেই সংযোগ সড়ক
২৮ লাখ টাকার কালভার্টের নেই সংযোগ সড়ক
গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, মালিকের ৩ মাসের কারাদণ্ড
গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, মালিকের ৩ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি