X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টি কিছুটা কমলেও ৪ আগস্টের পর বাড়তে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৪:০০আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:০০

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  বৃষ্টি হতে পারে। তবে তা আগের দুই দিনের তুলনায় কম হওয়া সম্ভাবনা রয়েছে। আগামী ৪ আগস্ট থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে রবিবার (১ আগস্ট) জানিয়েছে আবহাওয়া অধিদফদতর। এ কারণে দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অনেক এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিকে বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে আগের দুই দিনের তুলনায় আজ  বৃষ্টি কম হবে।  আগামী ৪ আগস্টের পর বৃষ্টি বাড়বে। নদী বন্দরগুলোতে আগের মতোই সতর্ক সংকেত রাখা হয়েছে।’

আবহাওয়া অধিদফতর জানায়, সৃষ্ট  লঘুচাপটি ভারতের উত্তর প্রদেশ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়  চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বরিশাল, ঢাকা,  রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের  ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।  

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ৯৫ মিলিমিটার।  এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রামে ১০, সিলেটে ১৪, রংপুরে ১৪, খুলনায় ২২ মিলিমিটার এবং রাজশাহী ও বরিশালে  সামান্য বৃষ্টি হয়েছে।

নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়—  পাবনা, টাঙ্গাইল,  ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
গরমে অতিষ্ঠ জনজীবন, বেশির ভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তাপমাত্রায় অস্তিত্ব জানান দিলো বৈশাখ
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন