X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহদের প্রস্তুতি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৪:২০আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:২০

চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। মঙ্গলবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। জিম্বাবুয়ের থেকে ফিরে বিমানবন্দর থেকে সোজা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যায় বাংলাদেশ। তিনদিনের কোয়ারেন্টিন শেষ করে রবিবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল।

রবিবার সকাল ১০টা থেকে সাকিব-মাহমুদউল্লাহদের অনুশীলন শুরু হয়, চলে দেড়টা পর্যন্ত। মাঝে হুট করে নামা বৃষ্টির কারনে অনুশীলনে ব্যাঘাত ঘটে। যদিও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রিকেটারদের। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে ১৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের প্রস্তুতি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই হয় অনুশীলন। মিরপুরের মূল মাঠে ফিল্ডিং অনুশীলন হলেও ইনডোরে চলে ব্যাটিং অনুশীলন। 

জিম্বাবুয়ে সিরিজে গোড়ালির চোটের কারণে মাত্র একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে পেরেছিলেন মোস্তাফিজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই পুরো ফিট মোস্তাফিজকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। রবিবার একাডেমিতে বোলিং করতেও দেখা গেছে মোস্তাফিজকে।

জিম্বাবুয়ে সিরিজে তিন ফরম্যাটেই ট্রফি জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও কোন ম্যাচেই বাংলাদেশ নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। এর মধ্যে বড় একটি সিরিজের আগে নেই দলের দুই সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অস্ট্রেলিয়ার কঠিন শর্তের কারণে সিরিজটি খেলতে পারছেন না তারা। অন্যদিকে ইনজুরিতে পড়ে দলে নেই তামিম ইকবাল। সব মিলিয়ে তাই গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। 

ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে মাহমুদউল্লাহর দলকে। অতীত পরিসংখ্যানও বাংলাদেশির পক্ষে নয়। এখন অব্দি অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি  টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ২০১৪ বিশ্বকাপে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। কিন্তু  ওই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছিল স্বাগতিকদের। এই অবস্থায় সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল প্রস্তুতির কোনও ঘাটতি রাখতে চায় না। রবিবার বাংলাদেশের অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারদের চোখে মুখেই দৃঢ় মনোভাব লক্ষ্য করা গেছে।

তিনদিনের কোয়ারেন্টিন শেষে বাংলাদেশ অনুশীলন করে গেলেও অস্ট্রেলিয়া অনুশীলন করবে বিকালে। অস্ট্রেলিয়ার অনুশীলন কিংবা ম্যাচের ভাগ্য পুরোটাই নির্ভর করবে অস্ট্রেলিয়া দলের প্রটোকল অফিসারের ওপর। তিনি মিরপুর স্টেডিয়াম থেকে সবুজ সংকেত দিলেই হোটেল থেকে মাঠে আসবে অস্ট্রেলিয়া। এদিকে অনেক তারকা খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। আর সর্বশেষ ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

/আরআেই/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই