X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দোকানপাট খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

কুমিল্লা প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৬:৫৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৬:৫৬

দোকানপাট খুলে দেওয়াসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা দোকান মালিক সমিতি। রবিবার (০১ আগস্ট) দুপুরে নগরীর একটি মার্কেটে এই সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক। এতে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যে চার দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো- ৫ আগস্টের পর সব দোকানপাট খুলে দিতে হবে, দেশের প্রত্যন্ত অঞ্চল তথা হাটবাজারে বুথ খুলে টিকা গ্রহণের ব্যবস্থা করতে হবে, দোকান খোলার পর মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ ও জরিমানা করার অনুমতি দেওয়া যেতে পারে এবং করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে।

আতিক উল্লাহ খোকন বলেন, ‘কুমিল্লায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী আছে। প্রতি প্রতিষ্ঠানে লোকবল আছে চার-পাঁচ জন করে। আমরা নিজেরা ঋণ করে তাদের যতটুকু সম্ভব  বেতন দিচ্ছি। পুরো বেতন না পাওয়ায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। দোকানের মালামালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে গ্যাস, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া সব দিতে হচ্ছে। অথচ সরকার সবাইকে প্রণোদনা দিলেও আমাদের দেয়নি। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করতে হবে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনও সরকারের টাকা মেরে খাইনি, খাবোও না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, চকবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ, স্টেশন রোড (উত্তর) ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল কাশেম, সাত্তার খান কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুল বকুল, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য এনামুল হক চৌধুরী, শাহাদাত খান সুমন ও মোস্তাফিজুর রহমান বিপু।

/এএম/
সম্পর্কিত
ঈদ বোনাস না পেলে সারা দেশে দোকান-শপিংমল বন্ধ রাখার ঘোষণা
বরিশাল সিটি করপোরেশনমেয়রের ফ্রি পার্ক ও অবৈধ দোকান থেকে টাকা তুলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা
কোনাবাড়ীতে ন্যায্যমূল্যের মুদি দোকানের গোডাউনে আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে