X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সকালে জন্ম নেওয়া নবজাতককে দুপুরে বিক্রির অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ২১:০৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:০৪

নীলফামারীর সৈয়দপুরে বাবা-মায়ের বিরুদ্ধে ২০ হাজার টাকায় নবজাতককে (ছেলে) বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা শহরের নিচু কলোনি এলাকার মো. নাদিমের স্ত্রী জোসনা বেগম (৩২) প্রসব বেদনা নিয়ে সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন। সাড়ে ৮টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে একটি ছেলে সন্তানের জন্ম দেন। দুপুরের দিকে ওই নবজাতককে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন একই মহল্লার জনৈক জামিলা খাতুনের কাছে।

সৈয়দপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের কুন্দল এলাকার রফিক মিয়া বলেন, ‘হাসপাতালের মূল গেটে নবজাতকের বাবার সঙ্গে এক নারীর চুক্তিপত্র সম্পাদন হতে দেখি। চুক্তিপত্র স্বাক্ষর শেষে ওই নারী নবজাতকের বাবার হাতে এক বান্ডেল টাকা তুলে দেন। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুর রহিম দ্রুত ঘটনাস্থলে এসে ক্রেতা লিমা আক্তারের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেন। লিমা আকতার শহরের নিচু কলোনি মহল্লার খায়রুল ইসলামের স্ত্রী।’

নবজাতকের মা জোসনা বেগম বলেন, ‘জামিলা খাতুন আমার দূর সম্পর্কের ফুপাতো বোন। তার কোনও ছেলে না থাকায় তাকে স্বেচ্ছায় দিয়েছি। তবে আমার চিকিৎসার খরচ বাবদ তিনি আমাকে ২০ হাজার টাকা দিয়েছেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নবিউর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে ঘটনাটি জানতে পেরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট ও গাইনি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদা আফরোজসহ ওই ওয়ার্ডে পরিদর্শনে যাই। সেখানে নবজাতকের মা জোসনা বেগমকে দেখতে পাই, কিন্তু ওই সময় নবজাতককে বেডে পাওয়া যায়নি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নবজাতককে উদ্ধার করে। নবজাতক বিক্রির বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
থাইল্যান্ডের হাসপাতালে বাংলাদেশের এমপির মৃত্যু
নির্মাণের সময় ধসে পড়লো ২২ কোটি টাকার হাসপাতাল ভবনের ছাদ
সুস্থ বোধ করায় বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই