X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নাসুমের সাফল্যে গর্বিত সুনামগঞ্জবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ০১:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০১:৪৫

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের নায়ক সুনামগঞ্জের দিরাইয়ের মধুরাপুর গ্রামের সন্তান নাসুম আহমেদ। তার স্পিন ঘূর্ণিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে টাইগাররা। এটা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে অবদান রাখায় সুনামগ‌ঞ্জে ব্যাপক প্রশংসায় ভাস‌ছেন নাসুম।

এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৩১ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া থেমে যায় ১০৮ রানে। বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাসুম নির্ধারিত ৪ ওভারে ১৯ রানে তুলে নেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

নাসুম সুনামগঞ্জের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন বলে ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি সুনামগঞ্জের প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়ার হিসেবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছেন।

নাসুম আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। গত ২১ জুন সকালে হঠাৎ অসুস্থ হয়ে নাসুম আহমেদের মা শিরিয়া বেগম মারা যান। মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ওয়াসিম বখত বলেন, ‘২০১৩ সালে নাসুম আহমেদ আমাদের প্যারামাউন্ড ক্রিকেট ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় ছিল। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। সুনামগঞ্জ জেলার প্রথম ক্রিকেটার হিসেবে সে জাতীয় দলে জায়গা পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের খবর।’

জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ক্রিকেট বিভাগের যুগ্ম সম্পাদক চৌধুরী আহমদ মুজতবা রাজী বলেন, ‘নাসুম একজন পরিশ্রমী খেলোয়াড়। সে বিভিন্ন বয়সভিত্তিক দলে সফলতার সঙ্গে খেলে আজ এ অবস্থায় এসেছে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সন্তান হলেও তার বেড়ে ওঠা সিলেট শহরেই। সুনামগঞ্জের সন্তান নাসুম জাতীয় দলে ভালো খেলছে এটি নিঃসন্দেহে গৌরবের। সে আরও সামনে এগিয়ে যাক এ দোয়া রইলো।’

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান রাষ্ট্রদূতের
পুনেতে ফিরবে কার্ডিফ রূপকথা?
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার