X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিচ্ছে সুদান

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ১৮:২১আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৮:২১
image

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিষ্ঠাকালীন চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে সুদানের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক এক বিবৃতিতে জানিয়েছেন, হেগ ভিত্তিক আদালতটিতে যোগ দেওয়ার খসড়া বিলটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন পেয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা জোরালো হয়ে উঠলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্যাপক বিক্ষোভের মধ্যে ২০১৯ সালে সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটি পরিচালিত হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। সামরিক-বেসামরিক এই প্রশাসন সাবেক প্রেসিডেন্টের আমলে সংঘটিত বিভিন্ন অপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।

আইসিসিতে সুদানের যোগদানের খসড়া চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন পেলেও এটি আইনে পরিণত হওয়ার বাকি রয়েছে। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক জানিয়েছেন, ক্ষমতাসীন কাউন্সিল ও মন্ত্রিসভার যৌথ বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া চূড়ান্ত হবে। তবে এনিয়ে কোনও সময়সীমার কথা জানাননি তিনি।

দারফুর সংঘাতে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে ওমর আল বশিরকে বিচারের মুখোমুখি করতে চায় আইসিসি। জাতিসংঘ বলছে, ওই যুদ্ধে প্রায় তিন লাখ মানুষের প্রাণহানি আর ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ২০০৩ সালে নন-আরব বিদ্রোহীরা দারফুরে আরব আধিপত্যশীল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে সংঘাত শুরু হয়।

তবে ওই সংঘাত নিয়ে নিজের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন ওমর আল বশির। আগেও তাকে আইসিসির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা এড়িয়ে যেতে সক্ষম হন তিনি। বর্তমানে তাকে রাজধানী খার্তুমের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী