X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম নগরীর চেয়ে উপজেলাগুলোতে বেশি মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২১, ১২:০৮আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:০৮

করোনায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে মৃত্যুর হার বেড়েছে। গত চার দিনে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৪৬ জন। এদের মধ্যে ২৯ জনই বিভিন্ন উপজেলার। বৃহস্পতিবারেরও (০৫ আগস্ট) একই অবস্থা। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যান নয় জন। এর মধ্যে ছয় জনই বিভিন্ন উপজেলার।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, অন্য সময়ের চেয়ে এখন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কিছুটা বেশি। আগে যেখানে প্রতিদিন ৩-৪ জন মারা যেতো। এখন প্রতিদিন গড়ে ১০-১১ জন মারা যাচ্ছে। মৃত্যুর হার নগরীর চেয়ে উপজেলাগুলোতে বেশি। উপজেলা পর্যায়ে শুরুতে চিকিৎসা না নিয়ে রোগীর যখন শ্বাসকষ্ট শুরু হয়, তখন  হাসপাতালে আনা হয়। এ কারণে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে মারা যায়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২ আগস্ট করোনায় চট্টগ্রামে ১১ জনের মৃত্যু হয়। এর মধ্যে সাত জন বিভিন্ন উপজেলার। পরদিন ৩ আগস্ট ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ছয় জন বিভিন্ন উপজেলার। ৪ আগস্ট মারা যান ১৬ জন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন উপজেলার।

এদিকে, আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যুর হার ও শনাক্তের সংখ্যা বেড়েছে। 
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয় ল্যাবে তিন হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় এক হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়। 

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৯৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ৭৫৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭২টি এবং আরটিআরএল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৪৯, বিআইটিআইডি ল্যাবে ২৭২, চমেক ল্যাবে ১৫৪ এবং আরটিআরএল ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া এদিন ৮৪৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৮ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৪২টি নমুনা পরীক্ষায় ৫৭, শেভরন হাসপাতালের ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষায় ৪৫, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ২৭ এবং ইপিক হেলথ কেয়ারে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া কক্সাবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৭টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন