X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রমাণ ছাড়া অভিযোগ তুলে তদন্তের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ২২:০০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০০
image

কোনও প্রমাণ সরবরাহ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলায় ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দেশটির ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমে জালিয়াতি হওয়ার সুযোগ আছে বলে অভিযোগ তোলার পর এর প্রমাণ দিতে গত সোমবার পর্যন্ত বলসোনারোকে সময় বেঁধে দেয় আদালত। তবে ব্যর্থ হওয়ায় বুধবার তার বিরুদ্ধে আদালত সম্পর্কে ‘ফেইক নিউজ’ ছড়ানোয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রাজিলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এদিকে দুর্নীতি এবং করোনা মহামারি মোকাবিলার অভিযোগে নাকাল প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি এখন চাইছেন নির্বাচনি ব্যবস্থা বদল করে প্রত্যেক ভোটারকে ইলেক্ট্রনিক ব্যালট বক্সের প্রিন্টেড রিসিট প্রদান করা হোক। যাতে করে ভোটগুলো আলাদা করে গণনা করা যায়। বলসোনারোর দাবি ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমে জালিয়াতির সুযোগ রয়েছে।

গত শুক্রবার সরকারি টেলিভিশনে প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে কিনা তা প্রমাণের কোনও উপায় নেই। এছাড়া রবিবার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, কাগজে ভোটের রিসিট দেওয়ার ব্যবস্থা করা না হলে আগামী বছর নির্বাচন অনুষ্ঠানেরও কোনও দরকার নেই।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডে মোরাইসের লেখা সিদ্ধান্তে প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে ১১ ধরনের সম্ভাব্য অপরাধ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, মানহানি, অপমান করা, অপরাধে উস্কানি, অপরাধে সহযোগিতার অভিযোগ।

উল্লেখ্য, ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে বলসোনারো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা ২০২২ সালের নির্বাচনে বলসোনারোকে হারিয়ে দেবেন।

/জেজে/
সম্পর্কিত
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎনির্বাচনের তারিখ ঘোষণার জন্য ধৈর্য ধরতে হবে: আমির খসরু
পেরুতে ১৩ খনি শ্রমিক হত্যার সন্দেহভাজন কলম্বিয়ায় আটক
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সর্বশেষ খবর
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি