X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চাল আমদানির খবরে দাম বাড়িয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৭:৩১আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৭:৩১

দেশের বাজারে মূল্য নাগালের মধ্যে রাখতে চালের আমদানি শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দিয়েছে সরকার। ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক ৫৬ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছেন। অনুমতি পেয়ে চাল আমদানির জন্য আইপিসহ এলসি খুলছেন আমদানিকারকরা। এদিকে বাংলাদেশে চাল আমদানির অনুমতি দেওয়ায় এবং চালের ব্যাপক চাহিদাকে ঘিরে ভারতীয় ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছেন। এতে চাল আমদানি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

গত ১৭, ১৮ ও ২১ আগস্ট তিন ধাপে হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারককে চাল আমদানির অনুমতি দেওয়া হয়। তারা ৫৪ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং দুই টন আতপ চাল আমদানি করতে পারবেন। 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালের শুল্ক কমানোয় এবং বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ায় আমরা ভারত থেকে চাল আমদানির জন্য অনুমতি চেয়ে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে আবেদন করেছিলাম। ইতোমধ্যেই আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি পেয়েছি। সে মোতাবেক আমরা চাল আমদানির লক্ষ্যে চালের আইপি খুলছি এবং আইপি পাওয়া সাপেক্ষে ব্যাংকে এলসি খোলার প্রস্তুতি নিয়েছি। কিন্তু অনুমতি পাওয়ার পরেও চাল আমদানি নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যেই দেশের বাজারে চালের দাম বেশি হওয়ায় এবং ব্যাপক চাহিদার কারণে আমদানির অনুমতি দেওয়ার খবরে ভারতীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিয়েছেন। এ জন্য আমদানি করা চাল বেশি দামে বিক্রি করতে হবে। তাই পড়তা না থাকায় অনুমতি পেলেও চাল আমদানি করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে যারা বড় বড় আমদানিকারক, ৩০-৪০ হাজার টনের অনুমোদন পেয়েছেন, তারা অনেক আগেই ভারতে চাল কিনে রেখেছেন। সেক্ষেত্রে তারা হয়তো চাল ঢোকাতে পারেন। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি দাম কমে তাহলে হয়তো চাল আমদানি করবো। তা না হলে চাল লোকশান গোনার চাইতে আমদানি না করাই ভালো।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘ইতোমধ্যেই কয়েকজন আমদানিকারক আইপি পেয়েছেন। তবে এখন পর্যন্ত বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়নি।’

প্রসঙ্গত, দেশের বাজারে চালের দাম বেড়ে গেলে নিয়ন্ত্রণে আনতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে চালের আমদানি শুল্ক ৬২.৫ ভাগ থেকে কমিয়ে ১৫ ভাগ নির্ধারণ করে গত ১২ আগস্ট প্রঙ্গাপন জারি করে সরকার। সেই সঙ্গে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি প্রদানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। এদিকে চালের আমদানি শুল্ক ৬২.৫ ভাগ নির্ধারিত থাকায় চাল আমদানিতে পড়তা না থাকায় ৩০ এপ্রিল থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা।

/এমএএ/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কাউন্সিলরকে মারধরের আসামি গ্রেফতার, একদিন পর নাগরিক সেবা চালু
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!