X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফিফা রেফারি থেকে কাবাডি মাঠে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৯:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:২৭

একসময় ছিলেন ফিফা রেফারি। নানান কারণে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা থেকে দূরে সরে আসতে হয়েছে। তবে ঘরোয়া ফুটবলে নিয়মিত বাঁশি বাজিয়েছেন সুজিত ব্যানার্জী চন্দন। এই বছর অবসর নিয়ে হয়েছেন রেফারিদের প্রশিক্ষক। তবে এরই পাশাপাশি জাতীয় কাবাডি দলের ফিটনেস ট্রেনার হিসেবে অভিষেক হয়েছে সুজিতের।

আগামী বছর ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংঝু শহরে হবে ১৯তম এশিয়ান গেমস। এর লক্ষ্যে বিভিন্ন সার্ভিসেস ও জেলার ৫০ জন খেলোয়াড় নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে কাবাডি দলের। সাবেক ফিফা রেফারি সুজিত রয়েছেন ফিটনেস ট্রেনারের দায়িত্বে। যদিও তার মেয়াদ কাল স্বল্প সময়ের জন্য।

আগামীতে ফিটনেস ট্রেনার হিসেবে আসার কথা ভারতের রামেশ ভি’র। তার আসা আগপর্যন্ত সুজিত দায়িত্ব পালন করে যাবেন। দায়িত্বটা বেশ উপভোগ করছেন তিনি। বাংলা ট্রিবিউনকে সুজিত বলেছেন, ‘জাতীয় খেলা কাবাডি দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা অবশ্যই গর্বের। ফুটবলের রেফারিংয়ের মতো কাবাডিতেও আমি ফিটনেস নিয়ে ভালো কাজ করতে চাই। যতদিন সময় পাবো, নিজের কাজটা সুচারুভাবে করে যাওয়ার চেষ্টা করবো।’

২০ আগস্ট থেকে কাবাডি দলের ক্যাম্প শুরু হয়েছে। কাবাডি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাবেক এই ফিফা রেফারি বলেছেন, ‘যেকোনও খেলায় ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। কাবাডির মতো খেলা তো অবশ্যই। আমি খেলোয়াড়দের ফিটনেস উন্নতির জন্য কাজ শুরু করছি। আশা করছি, খেলোয়াড়দের ফিটনেস একটা লেভেলে নিয়ে আসতে পারবো।’

কাবাডি ফেডারেশনের সঙ্গে সুজিতের প্রাথমিক চুক্তিটা এক মাসের। পারফরম্যান্স অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়তে পারে। এ ব্যাপারে সাবেক ফিফা রেফারির বক্তব্য, ‘ফিটনেস নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস উন্নত হলে কাজ করে যাবো। এক মাস পর আমার পারফরম্যান্স মূল্যায়ন হবে। যদি দেখি উন্নতি হয়নি, তখন আমি নিজেই দায়িত্ব থেকে সরে যাবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক