X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে আদালতে জঙ্গিদের ঔদ্ধত্য প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১২:১২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৬

সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলার চার আসামিকে এজলাসে হাজির করা হয়েছে। এসময় হাতকড়া পরানোয় নিজেদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আদালতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ করে নিজেদের ‘জঙ্গি’ উল্লেখ করে বলতে শোনা গেছে, ‘আমরা জঙ্গি বলে কি আমাদের কোনও মানবাধিকার নেই’।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমানের আদালতে বেলা ১১টা ২৭ মিনিটে আদালতের হাজত খানা থেকে তাদের নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে এই চার আসামির উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করবেন।

কারাগার থেকে আদালতে আনা আসামিরা হলেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এ মামলায় আরও পলাতক রয়েছেন- মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ।

এর আগে আজ সকাল ৯টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার আসামিকে আদালতের হাজত খানায় আনা হয়। এরপর ১১টা ২৭ মিনিটে তাদের এজলাসে হাজির করা হয়। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যালমেট পরানো হয়েছে।

এসময় চারজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসতে হাসতে নিজেদের মধ্যে আলাপ করতেও দেখা যায়। বিচারক আদালতে আসার আগে এক ফাঁকে তাদের একজন আদালতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা দুই-তিনটা মামলায় ফাঁসির আসামি। তাও কেন আদালতের এজলাসে আমাদের হাতকড়া পরিয়ে রাখতে হবে। আমরা জঙ্গি বলে আমাদের কি কোনও মানবাধিকার নেই?

জুলহাজ-তনয়-হত্যা-মামলার-আসামি

তারা বলেন, হাতকড়া পেছনে না বেঁধে সামনে বাঁধা হলে তাদের জন্য ‘একটু ভালো হয়’। তারা তো আরও কয়েকটা মামলার ফাঁসির আসামি। সেক্ষেত্রে তারা ‘অন্য কিছু’ করার সুযোগও পাবেন না বলে দাবি করেন তারা।

এরপর ‘বিশেষ বিবেচনায়’ আদালতের দায়িত্বরত কর্মকর্তারা পুলিশকে তাদের হাতকড়া পেছন থেকে সামনে দিকে এনে দিতে বলেন। 

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল