X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে আদালতে জঙ্গিদের ঔদ্ধত্য প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১২:১২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৬

সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলার চার আসামিকে এজলাসে হাজির করা হয়েছে। এসময় হাতকড়া পরানোয় নিজেদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আদালতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ করে নিজেদের ‘জঙ্গি’ উল্লেখ করে বলতে শোনা গেছে, ‘আমরা জঙ্গি বলে কি আমাদের কোনও মানবাধিকার নেই’।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমানের আদালতে বেলা ১১টা ২৭ মিনিটে আদালতের হাজত খানা থেকে তাদের নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে এই চার আসামির উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করবেন।

কারাগার থেকে আদালতে আনা আসামিরা হলেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এ মামলায় আরও পলাতক রয়েছেন- মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ।

এর আগে আজ সকাল ৯টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার আসামিকে আদালতের হাজত খানায় আনা হয়। এরপর ১১টা ২৭ মিনিটে তাদের এজলাসে হাজির করা হয়। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যালমেট পরানো হয়েছে।

এসময় চারজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসতে হাসতে নিজেদের মধ্যে আলাপ করতেও দেখা যায়। বিচারক আদালতে আসার আগে এক ফাঁকে তাদের একজন আদালতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমরা দুই-তিনটা মামলায় ফাঁসির আসামি। তাও কেন আদালতের এজলাসে আমাদের হাতকড়া পরিয়ে রাখতে হবে। আমরা জঙ্গি বলে আমাদের কি কোনও মানবাধিকার নেই?

জুলহাজ-তনয়-হত্যা-মামলার-আসামি

তারা বলেন, হাতকড়া পেছনে না বেঁধে সামনে বাঁধা হলে তাদের জন্য ‘একটু ভালো হয়’। তারা তো আরও কয়েকটা মামলার ফাঁসির আসামি। সেক্ষেত্রে তারা ‘অন্য কিছু’ করার সুযোগও পাবেন না বলে দাবি করেন তারা।

এরপর ‘বিশেষ বিবেচনায়’ আদালতের দায়িত্বরত কর্মকর্তারা পুলিশকে তাদের হাতকড়া পেছন থেকে সামনে দিকে এনে দিতে বলেন। 

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, পূর্ব রাফাহতে ইসরায়েলের হামলা শুরু
যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, পূর্ব রাফাহতে ইসরায়েলের হামলা শুরু
এ বছরও হজযাত্রী কমেছে চট্টগ্রামে
এ বছরও হজযাত্রী কমেছে চট্টগ্রামে
চতুর্থ ধাপের ভোটে ৭৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
চতুর্থ ধাপের ভোটে ৭৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
চাহিদার চেয়ে পশু বেশি, কিনতে হবে বেশি দামে
রাজশাহীতে প্রস্তুত চার লাখ ৬৬ হাজার কোরবানির পশুচাহিদার চেয়ে পশু বেশি, কিনতে হবে বেশি দামে
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের