X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
বশীর আলহেলাল

বিয়োগের ভবিতব্য নিয়ে আমরা রয়ে গেছি

গৌতম গুহ রায়
০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৪

কিছু খবরের প্রত্যাশা থাকে, কিছু কিছু প্রিয় মানুষ কথায় আলাপে বারেবারেই আসেন। কিন্তু মানুষটির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের সুতো ছিঁড়ে যায়, কখনও দূরত্বের কারণে কখনও তাঁর বয়সজনিত নীরবতায়। 
বশীর আলহেলাল তেমনি, আমার জন্মশহরের সাহিত্য আলোচনায় তিনি বারংবার আলোচিত হন। আমার স্মৃতিসত্তাজুড়ে তিনি থাকেন নিয়মিত উপস্থিতি নিয়ে। তবুও তিনি সামগ্রিক সাহিত্য আলোচনায় অনুপস্থিত থেকে যান। তাঁর শহরের তিনি অপরিচিত হয়ে যান। আজ দুপুরে তাঁর প্রয়াণের খবর একটা ঝটকা দিলো। টলিয়ে দিলো আমার নিজেরই স্থায়িত্ব। 
আমরা যখন জলপাইগুড়ি শহর থেকে সাহিত্যচর্চা করতে স্থানীয় সাহিত্য ঐতিহ্যের রসদ খুঁজছি তখন যেকটি নাম প্রবলভাবে উঠে আসছিলো তাঁর অন্যতম বশীর আলহেলাল। 
স্বাধীন বাংলাদেশের বাংলা একাডেমির সাবেক মহাসচিব ও সুসাহিত্যিক। আসলে পঞ্চাশের জলপাইগুড়ি সুবর্ণখচিত সময় নিয়ে উজ্জ্বল। দেবেশ রায়, সুরজিত দাশগুপ্ত, অশ্রু সিকদার, অর্ণব সেন, অমিতাভ দাশগুপ্ত, সুরজিত বসু, কার্তিক লাহিড়ী, ভবানী সরকার প্রমুখ তখন এই শহরের মানুষ। একই আড্ডার, এবং স্পষ্টতই সবাই বামপন্থি আদর্শের সৃজনসেনা। 
বশীর আলহেলালেরা থাকতেন স্টেশান রোডে। আদি বাড়ি মুর্শিদাবাদ। আনন্দ চন্দ্র কলেজ থেকে স্নাতক হয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতকোত্তর। সাথিদের মধ্যে একমাত্র বশীর আলহেলাল মুক্তিযুদ্ধের প্রাকমুহূর্তে সেসময়ের পূর্ব পাকিস্তানে চলে যান। তাঁর বড়দাকে পাকবাহিনী বুদ্ধিজীবী হত্যার সময় হত্যা করা হয়েছিলো। স্বাধীনতার পর বাংলা ভাষা আন্দোলন নিয়ে গবেষণা কাজ করেন তিনি। এছাড়াও বাংলা একাডেমি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তাঁর সাহিত্য সৃজনও উল্লেখযোগ্য। 
'নূরজাহানদের মধুমাস', 'শেষ পানপাত্র', 'কালো ইলিশ', 'আনারসের হাসি'-এর মতো গল্প, উপন্যাস ও শিশুসাহিত্যের স্রষ্টা, 'ভাষা আন্দোলনের ইতিহাস' এবং 'বাংলা একাডেমির ইতিহাস'- বইয়ের লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক বশীর আলহেলাল। 
আমার প্রথম পিতৃপুরুষের ভিটাযাত্রার সময় তাঁর সঙ্গে দেখা করার বাসনা ছিলো। কথাসাহিত্যিক সাদ কামালী আমাকে নিয়ে যান বসীর আলহেলালের বাসায়। সেই স্মৃতি আমার অন্যতম আবেগঘন সময়ের স্মৃতি। ম্যাডাম ছিলেন জলপাইগুড়ির প্রধান নারী শিক্ষায়তন সদর বালিকা বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্রী। দেশভাগের পর আর এই দিকের কোনো খবর জানেন না। 
আমাকে পেয়ে যেন তাঁর কৈশোর কাল পেলেন। কত কথা, কত খোঁজ নিলেন এই শহরের বর্তমানের। নিজে হাতে করে খাইয়েছিলেন গাজরের হালুয়া। 
সেদিন তাঁর চোখে দুফোঁটা জলে কি ক্রোধ ছিলো কাঁটাতারের প্রতি? ফিরে আসার কিছুদিনের মধ্যেই বশীর আলহেলালের চিঠি আসে আমার ঠিকানায়। তাঁর সময়ে জলপাইগুড়ির বীনা প্রেস থেকে ছাপা তাঁর প্রথম বই, তাঁর গবেষণার বিষয় মধুসূদনকে নিয়ে। সেটি ও 'দ্যোতনা'র জন্য একটি প্রবন্ধের হাতেলেখা পাণ্ডুলিপি। এবং এক দীর্ঘচিঠি ও প্রচুর ছড়া। 'দ্যোতনা'য় সেই প্রবন্ধ ছাপা হয়। 
বশীর আলহেলালের সঙ্গে আমার প্রথম দেখা কলকাতার এক সাহিত্য উৎসবে। বামপন্থিদের আয়োজনে অনুষ্ঠিত সেই সাহিত্য উৎসবে অঘোষিত জলপাইগুড়ি ব্লক তৈরি হয়ে যায় আড্ডায়। দেবেশ রায়, অর্ণব সেন, সুরজিত দাশগুপ্ত, বশীর আলহেলাল প্রমুখ। 
সেখানেই দেবেশ রায় তাঁর সাথে পরিচয় করান, আমিও পেয়ে যাই সেই মানুষটাকে, যাঁকে খুজছি অনেক বছর ধরে। আজ তিনি চলে গেলেন অমৃতের পথে। জলপাইগুড়ি ও পরবর্তীকালে তাঁর প্রিয় বন্ধু ছিলেন সুরজিত দাশগুপ্ত, কিছুদিন আগে তিনি চলে গেছেন, আজ বন্ধুও চলে গেলেন। আমাদের প্রিয় বিয়োগের ভবিতব্য নিয়ে আমরা রয়ে গেছি।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক