X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আ.লীগের অবদান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (আওয়ামী লীগ) নিজেদের যদি একবার জিজ্ঞাস করে—তাদের অবদান কী দেশের জন্যে? তাদের অবদান হচ্ছে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করা। তিনি বলেন, ‘তাদের ইতিহাস হচ্ছে—ভারতে পালিয়ে গিয়ে নেতা সাজা, নিজেদের তারা মনে করে তারাই দেশকে স্বাধীনতা দিয়েছে।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের বন্ধুরা সব সময় বিএনপিকে নিয়ে বিষোদ্গার করেন। জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করেন। আমাদের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে খাটো করার চেষ্টা করেন। তাদের অবদান গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বাংলাদেশের আত্মাকে সেদিন তারা ধ্বংস করেছিল, নিহত করেছিল।’ 

গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদের অবশ্যই এই যুদ্ধে জয়লাভ করতে হবে উল্লেখ করে মির্জা মির্জা ফখরুল বলেন, ‘এই স্বৈরাচারী সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই উদ্যোগ নিই।’

আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতাকে কলঙ্কিত করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, ‘বিএনপির ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস। বিএনপির এই ৪৩ বছরের ইতিহাস হচ্ছে—এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপি  হচ্ছে এই দেশকে, এই জাতিকে অস্তিত্ব প্রদানের ইতিহাস। ১৯৭১ সালে শহীদ জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিদ্রোহের মধ্য দিয়ে ৭ নভেম্বর যখন জিয়াউর রহমানকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তখন তিনি আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। জাতিকে নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

 

/জেডএ/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির শীর্ষ তিন নেতার বাসায় জামায়াত আমিরের ইফতার সামগ্রী
মির্জা ফখরুলকে দামি চশমা কিনে দিতে হবে: অর্থমন্ত্রী
কেমন আছেন মির্জা ফখরুল, কী নির্দেশনা শীর্ষ নেতৃত্বের
সর্বশেষ খবর
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই