X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শিশুকে অপহরণ করে হত্যার পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯

মানিকগঞ্জের সিংগাইরে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার পর মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বয়স ১৯ বছর, তার নাম হৃদয় হোসেন। অন্য দুজন ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পিবিআই হেড কোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর থানার বেরুন্ডি গ্রামের শহিদুল ইসলামের শিশু পুত্র আল-আমিন সাইকেল নিয়ে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শহিদুল ইসলাম পরের দিন (২৯ আগস্ট) থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ফোনে কল করে  তার কাছে মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ দেওয়ার আগেই খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশিরা সেই ভিটায় আল-আমিনের প্যান্ট ও মাটির উপরে মাছি উড়তে দেখেন। পরে সেখানে খুড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন কিশোর-তরুণকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য ‘যে কাউকে’ অপহরণ করে মুক্তিপণ আদায় করার পরিকল্পনা করে। তিন জন প্রথমে একই এলাকার জনৈক রূপমে ছেলে রোহান ও তোতা মিয়ার ছেলে রহমতের মধ্যে যে কোনও একজনকে অপহরণের পরিকল্পনা করে। কিন্তু রহমতের বয়স বেশী হওয়ায় তাকে অপহরণের চিন্তা বাদ দেয়।

পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি হৃদয় হোসেন সাত বছর বয়সী শিশু আল-আমিনকে গত ২৮ আগস্ট বন্যার পানি দেখানোর কথা বলে কথিত সাপের ভিটায় নিয়ে হত্যা করে লাশ পুঁতে রাখে। পরে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক