X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয় খুলতে প্রস্তুত জাবি কর্তৃপক্ষ

জাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খোলা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, ‌‘বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছিলাম অক্টোবরের মাঝামাঝি। তাদের (সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল) সঙ্গে কথা বলবো। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যদি খুলতে চান খুলবেন, কিংবা যদি ভিন্ন তারিখ নির্ধারণ করেন করবেন, সেটা তাদের বিষয়।’

এ বিষয়ে শনিবার (৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, পরিবেশ-পরিস্থিতি অনুকূলে আসলে অনলাইন থেকে অফলাইনে অবশ্যই যাবো। এতে কোনও দ্বিমত নেই। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, গত মাসের ২৬ তারিখ আমাদের সঙ্গে এক মিটিংয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী টিকা নিয়েছে, কয় ডোজ নিয়েছে, কতজন এখনও নেয়নি—এই তথগুলো সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা বিভাগে এই তথ্যের জন্য আমরা চিঠি দিয়েছি এবং ফোনও করেছি। কিন্তু এখনও সবগুলো বিভাগের তথ্য এসে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, এসব তথ্য সংগ্রহ বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির অংশ। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমরা মোটামুটি প্রস্তুত আছি। তবে টিকার বিষয়টা নিশ্চিত করতে পারলেই আমরা বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবো।

তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করেও জাবি উপাচার্য ফারজানা ইসলামকে পাওয়া যায়নি।

আরও পড়ুন- 

টিকা নিশ্চিত করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলা হবে: উপাচার্য

/এসএইচ/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামীপন্থি ডিনের পদত্যাগ
পেছালো জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি