X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে ক্লিনিকে নিতেন তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭-এর একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ তাদের জেল-জরিমানার আদেশ দেন।

আটকরা হলেন ইসতিয়াক মোহাম্মদ ফরহাদ, মো. মোমিন, ইকবাল মিয়া, বাদল দাস, মো. সালাউদ্দিন, রাসেল হোসেন ও আবু জাফর। তাদের মধ্যে ফরহাদ ও মোমিনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ইকবাল, বাদল দাস, রাসেল ও আবু জাফরকে দুই মাস করে কারাদণ্ড এবং সালাউদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের উপ-কোম্পানি কমান্ডার মোস্তফা জামান বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছে। এমন অভিযোগে সকালে সাধারণ পোশাকে আমাদের একটি টিম হাসপাতালে অবস্থান করে। এ সময় তারা দেখেন দালালরা নানা প্রলোভন দেখিয়ে ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নিয়ে যায় রোগীদের। পরে সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে তাদের চিহ্নিত করে আটক করা হয়। এরপর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাত জনকে আটকের পর রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, প্রলোভন দেখিয়ে রোগীদের অন্য ল্যাবে নেওয়ার চেষ্টা করেছেন তারা। পরে এই ঘটনায় তাদের দুই জনকে ৪০ হাজার টাকা জরিমানা, অপর পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
ইজিবাইক হারিয়ে নিঃস্ব সেই চালকের পাশে দাঁড়ালো র‌্যাব
সাভারে ‘হৃদয় গ্রুপের’ নেতৃত্বে একাধিক হত্যা, গ্রেফতার ৮
গোখাদ্যে রঙ মিশিয়ে গুঁড়ো হলুদ-মরিচ তৈরি
সর্বশেষ খবর
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে