X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে ক্লিনিকে নিতেন তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭-এর একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ তাদের জেল-জরিমানার আদেশ দেন।

আটকরা হলেন ইসতিয়াক মোহাম্মদ ফরহাদ, মো. মোমিন, ইকবাল মিয়া, বাদল দাস, মো. সালাউদ্দিন, রাসেল হোসেন ও আবু জাফর। তাদের মধ্যে ফরহাদ ও মোমিনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ইকবাল, বাদল দাস, রাসেল ও আবু জাফরকে দুই মাস করে কারাদণ্ড এবং সালাউদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের উপ-কোম্পানি কমান্ডার মোস্তফা জামান বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছে। এমন অভিযোগে সকালে সাধারণ পোশাকে আমাদের একটি টিম হাসপাতালে অবস্থান করে। এ সময় তারা দেখেন দালালরা নানা প্রলোভন দেখিয়ে ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নিয়ে যায় রোগীদের। পরে সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে তাদের চিহ্নিত করে আটক করা হয়। এরপর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাত জনকে আটকের পর রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, প্রলোভন দেখিয়ে রোগীদের অন্য ল্যাবে নেওয়ার চেষ্টা করেছেন তারা। পরে এই ঘটনায় তাদের দুই জনকে ৪০ হাজার টাকা জরিমানা, অপর পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!