X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

এক খামারের কারণে ডুবেছে ৬০০ বিঘা জমির ধান

পঞ্চগড় প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামে কালভার্টের মুখ বন্ধ করে খামার করায় ৬০০ বিঘা ফসলি জমি ডুবে গেছে। স্থানীয়ভাবে এর কোনও সমাধান না হওয়ায় রবিবার (৫ সেপ্টেম্বর) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বরাবর অভিযোগপত্র দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, কালদাসপাড়া গ্রামের সড়কে সরকারিভাবে কালভার্ট নির্মাণ করা হয়। এই কালভার্ট দিয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন হয়ে আসছে। হঠাৎ করে স্থানীয় আবু বক্করের ছেলে আমির হামজা কালভার্টের মুখ বন্ধ করে মুরগির খামার স্থাপন করে। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার দুই শতাধিক পরিবারের ৬০০ বিঘা জমির আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদেরকে গালাগালি করেন আমির হামজা।

এলাকার নুর মোহাম্মদ নামের এক কৃষক বলেন, আমির হামজা কালভার্টের মুখ বন্ধ করে খামার স্থাপন করায় অনেক কৃষকের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এভাবে ডুবে থাকলে ধান পচে যাবে।

কালভার্টের মুখ বন্ধ করে খামার করায় ক্ষতির মুখে দুই শতাধিক পরিবার

মকবুল হোসেন নামে আরেক কৃষক বলেন, কালভার্টটির প্রধান মুখ বন্ধ করে দেওয়ায় আমন ক্ষেতসহ সব ফসল পানিতে তলিয়ে গেছে। সমস্যা সমাধানের জন্য আমার দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও কোনও সুরাহা হয়নি। আমন ধানই আমাদের একমাত্র ভরসা। ধান নষ্ট হলে অনেক বিপদে পড়বো।

এ বিষয়ে আমির হামজা বলেন, ‘আমার জমিতে খামার স্থাপন করেছি, অন্য কারও জমিতে করিনি।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়ে খামার ও ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেছি। স্থানীয় চেয়ারম্যানকে সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুই পক্ষকে নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কাঁধে নিয়ে ওপরে তোলা হয় রোগী, একইভাবে নামানো হয় লাশ
রাতে উত্তরের পথে ১৩ কিলোমিটার গাড়ির ধীরগতি, চরম ভোগান্তি
চট্টগ্রাম থেকে ঘরমুখো মানুষের দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে