X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আদর-সালওয়াতে আপত্তি নেই সেন্সর বোর্ডের

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

কোনও আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটি। সঙ্গে মিলেছে বোর্ড কর্তাদের প্রশংসাও।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন মানিক।

ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডে নতুন তিন মুখ আদর আজাদ চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া ও মৌসুমী মিথিলা।

পরিচালক বলেন, ‘আজ (৭ সেপ্টেম্বর) বিকালে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড মেম্বারদের অনেকেই ছবিটি দেখার পর আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন।’

কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘কেবল তো ছাড়পত্র পেলাম। করোনা পরিস্থিতির কারণে এখনও কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আর এই ছবিটি যেহেতু সিনেমা হলকে টার্গেট করে নির্মিত, ফলে একটু ভেবেচিন্তেই মুক্তির তারিখ ঠিক করতে হবে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়ার এই ছবির মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান। অপরদিকে ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটা প্রথম সিনেমা।

আরেকটি দৃশ্যে আদর ও সালওয়া ২০১৯ সালের ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়। ২০২০ সালের মাঝামাঝি এসে শেষ হয়।
 
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলিসহ অনেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
১ মিনিটের ‘টগর’
১ মিনিটের ‘টগর’
‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি’
‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি’
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...