X
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

আদর-সালওয়াতে আপত্তি নেই সেন্সর বোর্ডের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

কোনও আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটি। সঙ্গে মিলেছে বোর্ড কর্তাদের প্রশংসাও।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন মানিক।

ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডে নতুন তিন মুখ আদর আজাদ চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া ও মৌসুমী মিথিলা।

পরিচালক বলেন, ‘আজ (৭ সেপ্টেম্বর) বিকালে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড মেম্বারদের অনেকেই ছবিটি দেখার পর আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন।’

কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘কেবল তো ছাড়পত্র পেলাম। করোনা পরিস্থিতির কারণে এখনও কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আর এই ছবিটি যেহেতু সিনেমা হলকে টার্গেট করে নির্মিত, ফলে একটু ভেবেচিন্তেই মুক্তির তারিখ ঠিক করতে হবে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়ার এই ছবির মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান। অপরদিকে ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটা প্রথম সিনেমা।

আরেকটি দৃশ্যে আদর ও সালওয়া ২০১৯ সালের ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়। ২০২০ সালের মাঝামাঝি এসে শেষ হয়।
 
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার মিথিলা। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলিসহ অনেকে।

/এমএম/এমওএফ/

সম্পর্কিত

বান্দরবান-কক্সবাজার ঘুরে শেষ হলো মাহির কাজ

বান্দরবান-কক্সবাজার ঘুরে শেষ হলো মাহির কাজ

আদরের নায়িকা বুবলী!

আদরের নায়িকা বুবলী!

‘আমার এখন জ্বর, সুস্থ হলে বাসায় এসো’

‘আমার এখন জ্বর, সুস্থ হলে বাসায় এসো’

সর্বশেষসর্বাধিক

লাইভ

বান্দরবান-কক্সবাজার ঘুরে শেষ হলো মাহির কাজ

বান্দরবান-কক্সবাজার ঘুরে শেষ হলো মাহির কাজ

আদরের নায়িকা বুবলী!

আদরের নায়িকা বুবলী!

‘আমার এখন জ্বর, সুস্থ হলে বাসায় এসো’

কবরী-সালওয়ার শেষ কথা‘আমার এখন জ্বর, সুস্থ হলে বাসায় এসো’

সর্বশেষ

চিত্রনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

চিত্রনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

‘ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক’

‘ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক’

মুরাদ হাসানকে গ্রেফতারের দাবি এলডিপির

মুরাদ হাসানকে গ্রেফতারের দাবি এলডিপির

তিন বছরেও শেষ হয়নি মুজিব কিল্লার কাজ, বাড়ছে মেয়াদ

তিন বছরেও শেষ হয়নি মুজিব কিল্লার কাজ, বাড়ছে মেয়াদ

© 2021 Bangla Tribune